ঈশিতা সাহা : মঙ্গলবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ঘটে গেল দূর্ঘটনা। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে মাঠকল এলাকায় একটি ডাম্পার অপর একটি প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে।
সেই গাড়ি টাল সামাল দিতে না পেরে সোজা দিয়ে ধাক্কা মারে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের গাড়িতে। এই ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেট গাড়িটির চালক।
নিম্নচাপের বৃষ্টিতে ক্ষতির মুখে কৃষকরা
পুলিশ সূত্রে খবর, এদিন সকালে কলকাতা বিমানবন্দরের দিক থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল ঝাড়খন্ডের নম্বরপ্লেট লাগানো একটি প্রাইভেট গাড়ি। গাড়িটি এক্সপ্রেসওয়ের মাঠকলের কাছে আসতেই একটি ডাম্পের পিছন থেকে ওই গাড়িটিকে ধাক্কা মারে। সেই সময় দমদম থানার একটি পেট্রলিং ভ্যান সেখানে ছিল। ধাক্কা এতটাই সজোরে ছিল গাড়িটি রাস্তা থেকে নীচে নেমে যায়।
ট্রেনে করে মালদা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তবে আঘাত গুরুতর হয় ওই প্রাইভেট গাড়ির চালকের। তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে যাবার কারণেই দুর্ঘটনাটি হয়েছে।
এদিকে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। তৈরি হয় যানজট। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও গাড়ির গতি অনেকটাই ধীর। দু’টি গাড়িকেই আটক করে দমদম থানার পুলিশ।