মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হল মামলা মহারাষ্ট্রের আদালতে

A-case-has-been-filed-against-the-state-chief-minister-in-a-Maharashtra-court


রিয়া গিরি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফরেই মামলা দায়ের হলো মহারাষ্ট্রের আদালতে। মুম্বাই সফরে একটি জাতীয় গান চলাকালীন বসে থাকার জন্য মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার তিনদিনের মুম্বাই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ  করার কথা ছিল উদ্বব ঠাকরের সঙ্গে। কিন্তু  তিনি অসুস্থ থাকায় পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাছাড়াও এনসিপি'র প্রধান শরদ পাওয়ার এর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এর পাশাপাশি মুম্বাই সফরে একটি অনুষ্ঠানে বসে বসে জাতীয় সংগীত গাওয়ার জন্য মুম্বাইয়ের এক অধিবাসী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আমেরিকায় থাবা বসালো ওমিক্রন (Omicron)

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তরফ থেকে বলা হয়েছে তিনি পুরো জাতীয় সংগীত বসে বসে গাননি। তবে শুরুটা তিনি বসেই করেছিলেন। ভাইরাল হওয়া ভিডিও টিতে দেখা দিচ্ছে  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে বসে বসে জাতীয় সংগীতে গলা মেলাতে দেখা যাচ্ছে। এনিয়ে বাংলার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী কে আক্রমণ করেছেন।

সপ্তাহান্তে ঘূর্ণিঝড়ের আতঙ্কে বাংলা, ধেয়ে আসছে 'জাওয়াদ', বাতিল দূর পাল্লার ৫৩ টি ট্রেন

বিজেপির রাজ্য সভাপতি টুইট করে লিখেছেন, সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী জানেন না কিভাবে জাতীয় সংগীত কে সম্মান করতে হয়। এই কারণে তিনি বসে বসে জাতীয় সংগীত গেয়ে জাতীয় সংগীত কে অপমান করছেন। মুম্বাইয়ের মিডিয়া রিপোর্ট অনুযায়ী জাতীয় সংগীত বসে গাওয়ার অপরাধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে কে বা কারা এ অভিযোগ দায়ের করেছেন তা জানা যায়নি।

Post a Comment

Previous Post Next Post