সায়ন ঘোষ : বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে গত ১৫'ই নভেম্বর থেকে খোলা হয়েছিল রাজ্যের প্রতিটা স্কুল। তবে ভির এড়াতে আজ মধ্যশিক্ষা পর্ষদ (Madhya Siksha Parshad) এর নির্দেশে সময়সীমা বদল করা হয়েছে নবম (IX) থেকে দ্বাদশ (XII) শ্রেণীর ক্লাসের সময়সীমা। পৃথক পৃথক ভাবে হবে ক্লাস।
দীঘায় কাঁকড়া খেয়ে প্রাণ গেল এক পর্যটকের
সপ্তাহের ছয় দিনের মধ্যে নবম (IX) ও একাদশ (XI) শ্রেণীর ক্লাস হবে দু'দিন, মঙ্গলবার ও বৃহষ্পতিবার। এবং, সোমবার, বুধবার ও শুক্রবার দশম (X) ও দ্বাদশ (XII)শ্রেণীর ক্লাস হবে। এছাড়া শনিবার কোন পঠন-পাঠন হবে না, শুধুমাত্র ফিডব্যাক ও অভিভাবকদের অরিয়েন্টেশন করানো হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে প্রতিটা স্কুলেই আগেই মতোই ক্লাস হবে সকাল ১০: ৫০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।
উল্লেখ্য, দার্জিলিং এবং কালিম্পং জেলাতে স্কুল এর সময়সীমা সকাল ৯.৩০ থেকে দুপুর ৩.০০ পর্যন্তই করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তর থেকে গত শুক্রবার প্রত্যেকটি জেলার একজন করে প্রধান শিক্ষক এবং স্কুল বিদ্যালয় পরিদর্শক দের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই সময়সীমা রদবদল করা হয়েছে।
হাত বাঁধা অবস্থায় বাইকের পেছনে দুটি কিশোরী; আটক বাইক চালক, উদ্ধার নাবালিকা
মধ্যশিক্ষা পর্ষদ এর তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি স্কুল এই নির্দেশিকা পাঠানো হয়েছে। এই নির্দেশিকা কার্যকর করা হবে আগামীকাল থেকেই।