বাঁশের সাঁকো ভেঙ্গে শিশু সহ ৭০ জন নদীতে

60-people-including-children-broke-the-bamboo-bridge-in-the-river


রিয়া গিরি : ঘাটালে নদীর ওপার বাসের একটি অস্থায়ী সাঁকো ভেঙ্গে নদীতে পড়লেন শিশুসহ ৭০ জন। পশ্চিম মেদিনীপুর ঘাটাল ব্লক এ বেলা ১১ নাগার কন্দর্প থেকে হরিনাম সংকীর্তন এর একটি দল গরু ঘাটের সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় সাঁকো ভেঙ্গে নদীতে পড়ে যায়।

আরও পড়ুন- শ্রেণিকক্ষে আগুন লেগে একসাথে নিহত ২৬ জন শিশু

মহিলা পুরুষ ও শিশুসহ ওই দলটি হরিনাম সংকীর্তন করতে বেরিয়েছিল। হরিনাম কীর্তন করে গরু ঘাটের সাঁকো বেরোনোর সময় লোকজনের বারে ঐ খুটি ভেঙে পড়ে। বাঁশের সাঁকোটি ওই দলসহ একটি ছোট চারচাকা গাড়ি পারাপার করার সময় তার ভার নিতে না পেরে সাঁকোটি ভেঙে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

আরও পড়ুন- OnePlus Nord 2 : প্যান্টের পকেটে বোমার মতো বিস্ফোরণ

স্থানীয়রা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু এখনও পর্যন্ত কেউ জলে তলিয়ে গেছে কিনা কোন খবর মেলেনি। ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক জানান "উদ্ধারকার্য চলছে কারণ মৃত্যু খবর এখনো পর্যন্ত মেলেনি । মহিলা-পুরুষদের সঙ্গে অনেক শিশুদেরও উদ্ধার করা গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কেউ তলিয়ে গেছেন কিনা তা স্পষ্ট হয়নি"।

Post a Comment

Previous Post Next Post