কাজের মেয়াদ শেষ! একদিনে কাজ হারালেন ৫ হাজার যুবক, হরিণঘাটায় জাতীয় সড়ক অবরোধ

Work-is-over-In-one-day-5000-youths-lost-their-jobs-and-the-national-road-blockade-in-Haringhata


ঈশিতা সাহা : ঘটনাটি নদীয়ার হরিণঘাটা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে এশিয়ার সবচেয়ে বড় একটি বহুজাতিক সংস্থায়। কাজের মেয়াদ শেষ বলে জানিয়ে বন্ধ করে দেওয়া হয় সমস্ত প্যাকেজিং এর কাজ। ঘটনার প্রতিবাদে গতকাল রাত থেকে সংস্থার সামনেই চলছে কর্মচারীদের বিক্ষোভ। এদিকে সংস্থার পক্ষ থেকে কোন রকমের সাহায্য না মেলায় আজ বিক্ষোভকারীদের আন্দোলন আরো জোরালো হয়ে ওঠে।

জমি বিবাদ নিয়ে উত্তাল পরিস্থিতি বৈষ্ণবনগরে

আন্দোলনকারীদের অভিযোগ, ২ মাসের চুক্তিতে কাজে নিয়োগের সময় বলা হয়েছিল ভালোমতো কাজ করলে ও ছুটি না নিলে মেয়াদের পর পুনরায় কাজে নিয়োগ করা হবে। কিন্তু রোববার রাতে কর্মীরা সংস্থায় এলে কোন নোটিশ ছাড়াই জানানো হয়, তোমাদের কাজের মেয়াদ শেষ। অন্য কোথাও কাজ খোঁজো। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সংস্থার কর্মীরা। তাদের দাবি, কথা রাখলে তাঁরা জাতীয় সড়কেই আত্মহত্যা করবেন। পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ আকার নেওয়ায় এলাকায় যাচ্ছে আরও পুলিশ বাহিনী।

Post a Comment

Previous Post Next Post