প্রতিনিধি : নভেম্বরেই একাধিক ফোনে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। হোয়াটসঅ্যাপ সংস্থার পক্ষ থেকে এমনই নিয়ম জারি করা হয়েছে বলে জানা গেছে৷ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পড়তে পারেন সমস্যায় যদি এখনই তাদের চ্যাটের ব্যাক আপ না রাখেন। এমন কি অনেক ডিভাইসে কাজ নাও করতে পারে হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন- Diwali 2021 : ভারতের দীপাবলিতে এক ধাক্কায় ৫০ হাজার কোটি টাকার ক্ষতি চীনের
তবে আই.এস.ও.(ISO) অর্থাৎ আইফোনের (i Phone) ডিভাইসগুলিতে কাজ করবে হোয়াটসঅ্যাপ। সমস্যায় পরবেন না তাঁরা। শুধু মাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ৪.০ কিংবা তার পুরনো ভার্সান রয়েছে সেই ফোনে কাজ করবে না এটি। তাই আগে ভাগেই ব্যাক আপ দিয়ে রাখার পরমর্শ সংস্থার পক্ষ থেকে।
আরও পড়ুন- খাদ্য দপ্তরে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি
নিজেদের ফোনের Visit Settings > About phone এ গিয়ে দেখে নিন শেষ আপডেটের বিষয় কি আছে। যদি আপনার ফোন Android 4.0.4 এর কম হয়, তাহলে বদলাতে হবে ফোন। নয়ত কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন- হাজারের দোরগোড়ায় পৌঁছলো কোভিড আক্রান্তের সংখ্যা
আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের চ্যাটের ব্যাকআপ নিয়ে নিতে, হোয়াটসঅ্যাপে গিয়ে WhatsApp settings ক্লিক করে, Settings > Chats > Chat backup > Back up to make a backup করে রাখুন এক্ষুনি।