১৮ বছরের আগে মেয়েদের বিয়ের নিরিখে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ

West-Bengal-is-at-the-top-of-the-country-in-terms-of-marriage-of-girls-before-18-years


রিয়া গিরি : বাল্যবিবাহ রোধে আইন ধার্য করা হলেও স্বইচ্ছায় অনেক মেয়েরাই ১৮ বছরের আগে বিয়ে করে নিচ্ছে। আর সেই গণনায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ।

ভারতের জাতীয় পরিবার এবং স্বাস্থ্য কল্যাণ দপ্তর অনুযায়ী মেয়েদের বিয়ের জন্য বয়স ধার্য করা হয়েছে ২১ বছর। কিন্তু সমীক্ষা অনুযায়ী মহিলারা ১৮ বছর হওয়ার আগেই বিয়ে করছেন গড়ে ২৩.৩ শতাংশ।

গোপাল শেঠ'কে "রিগিং মাস্টার" বলে কটাক্ষ শংকরের, পাল্টা সাংবাদিক বৈঠক করে বলেন আজ

যার মধ্যে পশ্চিমবঙ্গের এই হার ৪১.৬ শতাংশ। যদিও এই সমীক্ষায় আগের তুলনায় মেয়েদের বাল্যবিবাহের প্রবণতা কমেছে বলেও জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে সেই হার সর্বাধিক। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার এবং তার পরে আছে ত্রিপুরা, ঝাড়খন্ড, আসাম, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, ওড়িশা ।

জ্বালানির ভ্যাট না কমায় একজোড়া ঘোড়া কিনলেন বাংলার যুবক

করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার ফলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে পশ্চিমবঙ্গে। যদিও প্রশাসনের সচেতনতায় তা অনেকটা আটকানোও সম্ভব হয়েছে।

Post a Comment

Previous Post Next Post