দীপাবলি উদযাপনে ১২ লাখ প্রদ্বীপ জ্বালিয়ে পুরনো রেকর্ড ভাঙছে উত্তর প্রদেশ সরকার

Uttar-Pradesh-govt-breaks-old-record-by-lighting-12-lakh-lamps-to-celebrate-Diwali


ঈশিতা সাহা : পুরনো রেকর্ড ভেঙে, নয়া রেকর্ড তৈরিতে ১২ লাখ প্রদ্বীপ জালাল উত্তরপ্রদেশ সরকার।আজ ৩ নভেম্বর "দীপোৎসব" উদযাপন করতে অযোধ্যায় ১২ লাখ মাটির প্রদীপ জ্বালাবে, যা আগের বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে ৷ গত বছর ৬ লাখের বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন উত্তর প্রদেশের সরকার। এবার দুই গুন প্রদীপ জ্বালিয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করলেন তারা।

উদ্ধার লাখ টাকার বাদামি চিনি

প্রদীপ জ্বালানোর উদযাপন শুরু হয়েছে ১ নভেম্বর থেকে, এবং আজ সন্ধ্যায় ৬টা থেকে ৬.৩০টা পর্যন্ত প্রদীপ জ্বালানো হবে। জানা গেছে,এই প্রদীপ জ্বালাতে মোট ৩৬ হাজার লিটার সর্ষের তেল ব্যবহার করা হবে।সরজু নদীর তীরে ৯ লাখ প্রদীপ জ্বালানো হবে এবং অযোধ্যার চারপাশে জ্বলবে ৩ লাখ প্রদীপ।

তেনজিং নরগের জুতো জোড়া আজও পাহাড়ের দিকে টানে

দীপাবলী উপলক্ষ্যে অযোধ্যায় পাঁচ দিনের অনুষ্ঠানের মধ্যে থাকছে রামলীলার মঞ্চায়ন এবং লেজার শো সহ একটি থ্রিডি হলোগ্রাফিক ডিসপ্লেও। জম্মু-কাশ্মীর, গুজরাট, আসাম, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ থেকেও বিভিন্ন দল পাঁচ দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।সুত্রে খবর এদিন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ  সরজু নদীর তীরে আরতির সময় উপস্থিত থাকবেন।

Post a Comment

Previous Post Next Post