ঈশিতা সাহা : পুরনো রেকর্ড ভেঙে, নয়া রেকর্ড তৈরিতে ১২ লাখ প্রদ্বীপ জালাল উত্তরপ্রদেশ সরকার।আজ ৩ নভেম্বর "দীপোৎসব" উদযাপন করতে অযোধ্যায় ১২ লাখ মাটির প্রদীপ জ্বালাবে, যা আগের বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে ৷ গত বছর ৬ লাখের বেশি মাটির প্রদীপ জ্বালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন উত্তর প্রদেশের সরকার। এবার দুই গুন প্রদীপ জ্বালিয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করলেন তারা।
প্রদীপ জ্বালানোর উদযাপন শুরু হয়েছে ১ নভেম্বর থেকে, এবং আজ সন্ধ্যায় ৬টা থেকে ৬.৩০টা পর্যন্ত প্রদীপ জ্বালানো হবে। জানা গেছে,এই প্রদীপ জ্বালাতে মোট ৩৬ হাজার লিটার সর্ষের তেল ব্যবহার করা হবে।সরজু নদীর তীরে ৯ লাখ প্রদীপ জ্বালানো হবে এবং অযোধ্যার চারপাশে জ্বলবে ৩ লাখ প্রদীপ।
তেনজিং নরগের জুতো জোড়া আজও পাহাড়ের দিকে টানে
দীপাবলী উপলক্ষ্যে অযোধ্যায় পাঁচ দিনের অনুষ্ঠানের মধ্যে থাকছে রামলীলার মঞ্চায়ন এবং লেজার শো সহ একটি থ্রিডি হলোগ্রাফিক ডিসপ্লেও। জম্মু-কাশ্মীর, গুজরাট, আসাম, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ থেকেও বিভিন্ন দল পাঁচ দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।সুত্রে খবর এদিন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সরজু নদীর তীরে আরতির সময় উপস্থিত থাকবেন।