ঈশিতা সাহা : গতকাল দীপাবলির রাতে রাজনৈতিক মহলের মহীরুহ পতন হল।প্রয়াত হলেন সুব্রত মুখোপাধ্যায়। শোকে ভাষাহারা রাজনৈতিক মহলের পাশাপাশি টলি জগতও। কারণ শুধু রাজনীতিই নয়, বাটানগরের এই তরুণ নেতা করেছিলেন একটি জনপ্রিয় সিরিয়ালও।
আরও পড়ুন- গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ একই পরিবারের মৃত্যু ৫ জনের
তখন সাতের দশক। সিদ্ধার্থশঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রীর পদে। নকশাল আন্দোলন চলছে বাংলায়।সেই সময় সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রীসভায় তরুণ মন্ত্রী হিসেবে স্থান পেয়েছিলেন কংগ্রেসের এক তরুণ তুর্কি যুবক। নাম তার সুব্রত মুখোপাধ্যায়।মন্ত্রী হিসেবে পেয়েছিলেন তথ্য ও সংস্কৃতি দফতর। শুরু হলো রাজনীতির পথ চলা।তবে শুধু রাজনীতিই নয়, বাটানগরের এই তরুণ শ্রমিক তুর্কি নেতা করেছিলেন একটি জনপ্রিয় সিরিয়াল।
আরও পড়ুন- কেন দেওয়া হয় ভাইকে ফোঁটা! জেনে নিন এই বছরের ভাইফোঁটার সময়সূচী
দূরর্দশনের পর্দায় সেই সিরিয়ালটি দেখানোও হত। নাম ছিল চৌধুরি ফার্মাসিউটিক্যাল। সিরিয়ালে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় ছিলেন বাংলার চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেত্রী মুনমুন সেন। সেই সিরিয়ালটি পরিচালনা করতেন অগ্নিদেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- কেদারনাথে শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী
সুব্রতবাবুর সঙ্গে মুনমুন সেনের বন্ধুত্বের সম্পর্কের জেরে বিশেষ এক সম্পর্ক গড়ে উঠেছিল গোটা সেন পরিবারের সঙ্গে। মুনুমুনের মা প্রয়াত বিখ্যাত অভিনেত্রী সুচিত্র সেনের অন্ধ ভক্ত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়ও। মহানায়িকার অন্যতম সেরা ছবি সাতপাকে বাঁধা ছবি দেখতে গিয়ে বাড়িতে মার পর্যন্ত খেয়েছিলেন তিনি।