রিয়া গিরি : করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই কলকাতা মেট্রোয় সবার জন্য স্মার্ট কার্ডের ব্যবহার শুরু হয়েছিল। তা শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। সম্ভবত ২৫ নভেম্বর থেকে মেট্রোতে টোকেনের ব্যবহার শুরু হবে বলে জানা গেছে।
এই রাজ্যে সস্তা হল মদ, তার বদলে বাড়তি কর বসল পেট্রোল-ডিজেলে
দীর্ঘ কয়েক মাস করো না পরিস্থিতির জন্য বন্ধ ছিল কলকাতা মেট্রো। দীর্ঘ দিনের ছুটি কাটিয়ে মেট্রো চালু হওয়ার সাথে সাথে নতুন করে লাভ হয়েছিল বেশ কয়েকটি নিয়ম। যেই নিয়ম গুলির মধ্যে একটি হল স্মার্ট কার্ড এর ব্যবহার।
করোণা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য মেট্রোতে টোকেন এর ব্যবহার স্থগিত রাখা হয়েছিল। যার জন্য অবশ্য নিরক্ষর মানুষদের কিছুটা অসুবিধে হয়েছিল। স্মার্ট কার্ডের সুবিধার পাশাপাশি এবার চালু করা হলো টোকনের ব্যবহার।
Big News : ডিভোর্স নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া!
এই সিদ্ধান্তের অবশ্যই খুশি হয়েছে নিত্যযাত্রীরা। টোকনের ব্যবহারের পাশাপাশি বাড়িয়ে দেওয়া হয়েছে মেট্রোর সংখ্যা। আগে চলত ২৬৬ টি মেট্রো যেটি বর্তমানে ২৭২ টিতে বাড়ানো হয়েছে। মেট্রো সংখ্যা বাড়িয়ে দেওয়ায় যাত্রীদের ভিড় এর থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলে ধারণা নিত্যযাত্রীদের।