ছট পুজোর দূষণ এড়াতে নিষিদ্ধ করা হলো এই দুই সরোবর

 

These-two-lakes-are-forbidden-to-avoid-the-pollution-of-Chhat-Pujo

ঈশিতা সাহা : ছট পূজার দূষণ এড়াতে এবার তৎপর কলকাতা পুলিশ প্রশাসন। বুধ ও বৃহস্পতিবার ছট পূজা উপলক্ষে নিষিদ্ধ করা হলো এই দুই সরোবরে পুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবারই নিষিদ্ধ করা হয় পুজো। কিন্তু তা অমান্য করা হয়। তবে এবার কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের।

আরও পড়ুন- বাংলাদেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতির ১১ বছরের সাজা

ইতিমধ্যে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে দুই সরোবরের চারদিক।পাঁচিল টপকে কেউ যাতে প্রবেশ করতে না পারে তাই টিন দিয়ে ঘেরা হয়েছে সরোবর চত্বর। গতকাল সন্ধে থেকে সুভাষ সরোবর বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা নজিরে মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ অধিকারীদের।দায়িত্বে থাকবেন ৭ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ১৮ জন ইন্সপেক্টর থাকবেন। ভোর থেকে সুভাষ সরোবরের আশেপাশের রাস্তাতেও যান নিয়ন্ত্রণ করবে পুলিস।

আরও পড়ুন- India Tour of New Zealand : ভারতের নতুন অধিনায়ক নিযুক্ত হল রোহিত শর্মা, জেনে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া নতুন দল...

কোনভাবেই যাতে দূষিত না হয় এই দুই সরোবর সেদিকে কড়া নজর রাখছেন পুলিশ প্রশাসন। এদিকে সাধারণ মানুষের স্বার্থে বেশ কিছু জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়। শুধু তাই নয় যেখানে কৃত্রিম জলাশয় থাকছে তার পাশে বায়ো-টয়লেট, চেঞ্জিং রুম পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থাও করা হয়েছিল। পাশাপাশি দূষণ রুখতে এবারেও গঙ্গার ৩৭ টি ঘাট এবং যোধপুরপার্ক, পোদ্দারনগর, আনন্দপুর এবং পাটুলি মিলিয়ে মোট ১৭০ টি ঘাট ছটপুজোর জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক মণ্ডলীর সদস্য তথা বিধায়ক দেবাশিস কুমার।

Post a Comment

Previous Post Next Post