রিয়া গিরি : লকডাউন এরপর থেকেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার শিলিগুড়িতে শুরু করেছেন দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। তার জন্য তৈরি হয়েছে ভ্যাক্সিনেশন টিম।
যারা ভ্যাকসিন কেন্দ্রে যেতে পারছেন না তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়া হবে। এর আগেও দেখা গেছে দুয়ারে রেশন ও নানা সুযোগ-সুবিধা পৌঁছে দিতে।
কোল্ড্রিংসে বিষ মিশিয়ে স্বামীকে খুন করল স্ত্রী
মঙ্গলবার শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসন মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব পতাকা নাড়িয়ে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির সূচনা করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, আমাদের ভ্যাকসিনেশন টিমগুলি যারা বাড়ির বাইরে বেরোতে অক্ষম তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিনেশনের সুযোগ-সুবিধা দান করা হবে।
এর জন্য আলাদা করে কোনো অর্থ দিতে হবে না। আপাতত ১৮ বছরের উর্ধ্বে যারা ভ্যাকসিন নিতে পারেননি তাদের প্রথম ডোজ কমপ্লিট করা হবে এই দুয়ারে ভ্যাকসিন প্রকল্পের।