পাড়ায় সমাধান, দুয়ারে সরকার, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা ১৬ই নভেম্বর, জানালেন মুখ্যমন্ত্রী

The-solution-in-the-neighborhood-the-government-at-the-door-the-launch-of-several-public-welfare-projects-on-November-18-said-the-Chief-Minister


অম্লিতা দাস : ১৬ই নভেম্বর থেকেই রাজ্যে শুরু হচ্ছে একাধিক সরকারি জনকল্যাণমূলক কাজ। বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পাড়ায় সমাধান প্রকল্প, দুয়ারে রেশনের মত প্রকল্পগুলি চলতি মাসেই শুরু করবেন রাজ্য সরকার।

OnePlus Nord 2 : প্যান্টের পকেটে বোমার মতো বিস্ফোরণ

নোটবন্দির পাঁচ বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, নোটবন্দিতে যেভাবে লক্ষ্মীর ঝাঁপি করে নেওয়া হয়, লক্ষ্মীর ভান্ডারের হাত ধরে তাই ফিরিয়ে দেওয়া হবে। বিজেপির নাম না তুললেও এমন কটাক্ষ করেই লক্ষীর ভান্ডারের কথা তুললেন তিনি। লক্ষীর ভাণ্ডারে সংরক্ষিত শ্রেণীর মহিলারা পান মাসিক ১০০০ টাকা ও অসংরক্ষিত শ্রেণীর মহিলারা পাবে মাসিক ৫০০ টাকা।

শ্রেণিকক্ষে আগুন লেগে একসাথে নিহত ২৬ জন শিশু

এ মাসের ১৬ তারিখ থেকেই শুরু হবে "পাড়ায় সমাধান প্রকল্প"। যা চলবে পরবর্তী মাস অর্থাৎ ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত। এই প্রকল্পে পাড়ার সরকারি শিবির গুলিতে নানান সমস্যা খতিয়ে দেখা হবে। যেমন রাস্তার সমস্যা,নিকাশির সমস্যা,পথবাতি ইত্যাদি।

বাঁশের সাঁকো ভেঙ্গে শিশু সহ ৭০ জন নদীতে

আগামী ১৬ই নভেম্বরেই শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্পও। মুখ্যমন্ত্রী জানালেন, রেশন ভরা গাড়ি পৌঁছে যাবে পাড়ায় পাড়ায় তারপর গাড়ি থেকে রেশন পৌঁছাবে বাড়িতে বাড়িতে। অধিক থেকে অধিকতর বাড়িতে রেশন দেওয়ারই উদ্যোগ নিতে চান সরকার।

সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে মৌন মিছিলের আয়োজন বনগাঁয়

দুয়ারে সরকার প্রকল্প পেয়েছে অনেক সাফল্য। আর এভাবেই তা আগামী দিনেও জারি থাকবে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মোমে করছেন এই প্রকল্প সারা বিশ্বে এক নম্বর প্রকল্প হয়ে উঠে দাঁড়াবে। রাজ্য জুড়ে তৈরি হয়েছে ৩৩ হাজার ক্যাম্প যেখানে পৌঁছে গেছেন ৩ কোটি জনগন। দুয়ারে সরকার প্রকল্পেরও নয়া পর্যায় শুরু হতে চলেছে ১৬ই নভেম্বরে। মুখ্যমন্ত্রী জানান যারা এখনও এই সকল সরকারী প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেনি তারা ১৬ তারিখ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।

Post a Comment

Previous Post Next Post