দিনহাটায় আসন জয়ে রেকর্ড তৃণমূলের, কটাক্ষের মুখে বিজেপি-নিশীথ

The-record-of-winning-seats-in-Dinhata-belongs-to-Trinamool-BJP-Nishith-in-the-face-of-ridicule


সর্বভৌম সমাচার : প্রথম রাউন্ডে গননা থেকেই এগিয়ে তৃণমূল। রাউন্ড  বাড়ার সঙ্গে প্রায় চারগুণ ভোটের ব্যবধান চলছিল। অবশেষে ১ লক্ষ ৬৩ হাজার ৭ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। নিজেদের গড় ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৮৯ হাজার ১৫৩। বিজেপির অশোক মণ্ডল পেয়েছেন ২৫ হাজার ২৮৭টি ভোট। জয়ের পর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন উদয়ন গুহ।

করোনার সাথে মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি : আতঙ্কে রাজ্যের দুই জেলা

দিনহাটার উপনির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন অশোক। কিন্তু সেখানে নিশীথের মুখকে সামনে রেখেই ভোটে গিয়েছিল বিজেপি প্রার্থী।  নিশীথ শুধু কোচবিহারের সাংসদই নন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। সুতরাং অশক মণ্ডলের হার মানেই নিশীথ প্রামাণিকের হার।

এখন তৃণমূলে ঢেউ চলছে', জয়ের আনন্দে মন্তব্য সাংসদ সৌগত রায়ের

এদিকে নিশীথের মন্ত্রীত্ব ও সাংসদ পদ থেকে পদত্যাগ করার দাবিও উঠে গিয়েছে। এমনকি দিনহাটায় বিজেপির জামানতও বাজেয়াপ্তও করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post