গোপাল বিগ্রহের ভাঙ্গা হাত নিয়ে কাঁদতে কাঁদতে হাসপাতালে হাজির পুরোহিত; ' শ্রীকৃষ্ণ' নাম নথিভুক্ত করেই চিকিৎসা করলেন চিকিৎসকরা।

The-priest-came-to-the-hospital-crying-with-the-broken-arm-of-Gopal-Vigraha



রিয়া গিরি : আগ্রার এক পুরোহিত নিজের লাড্ডু গোপালের বিগ্রহের ভাঙ্গা হাত নিয়ে চিকিৎসকদের কাছে এসে হাজির হন। পুরোহিতের কান্নাকাটি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর নামে ' শ্রীকৃষ্ণ' নাম নথিভুক্ত করে চিকিৎসা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন- সেই দিন বেশি দূরে নয় যখন সিএএ (CAA) আইনও ফিরে আসবে, সরকার রাস্তায় জনতার প্রতিবাদে ভয় পাচ্ছে: আসাদউদ্দিন ওয়াইসি

সূত্রের খবর, এক পুরোহিত  অঝোরে কান্না কাটি করে  হাসপাতলে এসে হাজির হন। প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করেন বোধহয় ওই পুরোহিতের কোন এক আত্মীয়র গুরুতর অবস্থায় হাসপাতালে এসেছেন। কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন ওই পুরোহিত হাসপাতালে নিজের শ্রীকৃষ্ণের ধাতব্ বিগ্রহের চিকিৎসার জন্য এসেছেন।

আরও পড়ুন- চন্দ্রগ্রহণের সময় অশুভ প্রভাব এড়াতে চান? এই সহজ কাজটি অবশ্যই করুন

হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানতে চাইলে ওই পুরোহিত জানান সকালে পুজোর স্নান করানোর সময়  লাড্ডু গোপালের বিগ্রহ আচমকা ওই পুরোহিতের হাত থেকে পড়ে  হাতটা ভেঙে যায়। সেই কারণেই তিনি যত  তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে বিগ্রহের চিকিৎসার জন্য ছুটে আসেন।

আরও পড়ুন- স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়ায় স্বামীর জেল! জেনে নিন এই আজব আইনের দেশ সম্পর্কে

পুরোহিতের অনেক অনুরোধের চিকিৎসকরা বিগ্রহটির হাত ব্যান্ডেজ করে দেন। জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট অশোক কুমার আগারওয়াল সংবাদ সংস্থা পিটিআইকে জানান এক পুরোহিত কৃষ্ণের বিগ্রহ নিয়ে হাসপাতালে এসেছিলেন। সেই বিগ্রহের চিকিৎসার জন্য কান্নাকাটি শুরু করে দেন। তার শ্রদ্ধা এবং ভাবাবেগ কে  সম্মান জানিয়ে ' শ্রীকৃষ্ণের' নাম নথিভুক্ত করে চিকিৎসা করা হয়।

Post a Comment

Previous Post Next Post