দীপাবলীর উপহার হিসেবে কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম; কমছে- পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা

The-price-of-petrol-diesel-is-going-to-be made-as-a-gift-for-Diwali-Decreasing-5-rupees-for-petrol-10-rupees-for-diesel


রিয়া গিরি : সেঞ্চুরি পেরিয়েছে অনেক আগেই।  কেন্দ্রীয় সরকারকে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ার জন্য অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিরোধীদের মুখে উঠেছে হাজার প্রশ্ন। এবার সাধারন মানুষের কথা ভেবে পেট্রোল ও ডিজেলের দাম কমছে চলেছে।

ভ্যাকসিন চুরির অভিযোগ; গ্রেফতার ২

সূত্রের খবর, মধ্যরাতের পর থেকেই পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি কমতে চলেছে। ডিজেলের দাম কমছে লিটার প্রতি ১০ টাকা এবং পেট্রোলের দাম কমছে লিটার প্রতি ৫ টাকা করে। এরপরে পেট্রোল-ডিজেলের দাম কমবে কিনা তারও প্রশ্ন উঠছে আম জনতার মধ্যে। যদিও পেট্রোল-ডিজেলের দাম কম হওয়ার কথা ঘোষণার পর থেকে সাধারণ মানুষের  কিছুটা স্বস্তির দেখা মিলছে।

বাংলায় হার হলেও ভিন রাজ্যে জয় বন্দনা বিজেপির

শুধুমাত্র পেট্রোপণ্য নয় দাম বেড়েছে জ্বালানিরও। পেট্রোপণ্যের দাম কমিয়ে দিলেও জ্বালানির দাম কবে কমবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবুও দীপাবলীর উপহার হিসেবে পেট্রোল-ডিজেলের দাম কমায় খুশি হয়েছেন আমজনতা।

Post a Comment

Previous Post Next Post