রিয়া গিরি : কয়েকটি মোবাইলের আলোয় প্রাণ ফিরল রোগীর। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারীবাগের। পর্যাপ্ত আলো না থাকায় হাসপাতালের মোবাইলের আলোয় চিকিৎসা করা হলো বছর ৭০ একজন বৃদ্ধর।
আরও পড়ুন- আধার ফ্রাঞ্চাইজি খুলে শুরু করুন নিজের ব্যবসা, কিভাবে করবেন জানুন বিস্তারিত...
সূত্রের খবর, বয়স জনিত কারণে এবং হাই প্রেসার নিয়ে একজন বৃদ্ধ গভর্মেন্ট হাসপাতালে ভর্তি হয়। বছর সত্তরের মনিশ সিং নামে ওই ব্যক্তি ইনডাসট্রিয়াল অঞ্চলের হাজারীবাগ ডিসটিক এর বাসিন্দা। যিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হাইপার টেনশন রোগে ভুগছিলেন। শ্বাসকষ্টের কারণে সহ এলাকার গভমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন- শেষ যাত্রায় সুব্রত : সমাপ্ত বাংলার রাজনীতির এক অধ্যায়
সেখানে কোনো সিনিয়র ডাক্তার না থাকায় এই বৃদ্ধকে পাশের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে লাইট না থাকায় চিকিৎসা করতে অসুবিধে হচ্ছিল ডাক্তারদের। তখনই হাসপাতালের ডাক্তাররা সিদ্ধান্ত নেন মোবাইলের আলো জ্বালিয়ে চিকিৎসা করা হবে। দীর্ঘ ১৫ মিনিটের চিকিৎসার পর সুস্থ হন ওই বৃদ্ধ।
আরও পড়ুন- সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক মহলের পাশাপাশি শোকস্তব্ধ টলিপাড়াও
ওই বৃদ্ধ ছেলে জানায় ইমারজেন্সি হাসপাতাল কোন সিনিয়র ডাক্তার ছিলেন না বাবার শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তখন প্রাইভেট হাসপাতালে চিকিৎসার স্থানান্তরিত করা হয়। সেখানে অক্সিজেন দেওয়ার পর পরিব্যক্তি কিছুটা সুস্থ হন। এই হাসপাতলে পর্যাপ্ত পরিমাণে আলো না থাকায় চিকিৎসকরা সিদ্ধান্ত নেয় মোবাইলের আলো চিকিৎসা করা হবে। এই ঘটনায় ওই বৃদ্ধ ছেলে কিছুটা আপত্তি জানালেও আবার প্রাণ ফিরে পাওয়ায় তিনি কোন অভিযোগ জানাননি।