রিয়া গিরি : ঘটনাটি শুনে আশ্চর্য জনক মনে হলেও ঠিক এমনই ঘটনা ঘটেছে ওড়িশার বালেশ্বর জেলায়। একটি বিয়ের অনুষ্ঠানের ডিজে বাজানোর জন্য এবং আতশবাজির কারণে মৃত্যু হয়েছে ৬৩ টি মুরগি।
সূত্রের খবর, উড়িষ্যার বালেশ্বর জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে আতশবাজি এবং ডিজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যার কারণে পার্শ্ববর্তী একটি মুরগি পোল্ট্রি ফার্মের ৬৩ টি মুরগি হার্ট অ্যাটাকে মারা যায়।
ভাগ্নের বিয়েতে তিন ঝুড়ি টাকা নিয়ে হাজির মামা
বিষয়টি নিয়ে তোলপাড় ওড়িশা। পোল্ট্রি ফার্মের মালিক রঞ্জিত কুমার ফরিদা এর জন্য এফআইআর দায়ের করেছেন বরযাত্রীর পরিবারের বিরুদ্ধে। রঞ্জিত কুমারের অভিযোগ, রবিবার রাত ১১ টা ৩০ মিনিট এর কাছাকাছি বরযাত্রীরা ওই মুরগি পোল্ট্রি ফার্মের সামনে দিয়ে যাচ্ছিল।
১৮ বছরের আগে মেয়েদের বিয়ের নিরিখে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ
সেই সময় খুব জোরে ডিজে বাজানো হয়েছিল এবং সঙ্গে আতশ বাজি ফাটান কিছু লোক। তিনি ডিজের আওয়াজ কিছুটা কম করতে বললে বরযাত্রীর সঙ্গে থাকা লোকদের সঙ্গে তার ঝামেলা শুরু হয়। পরেরদিন সকালেই দেখা যায় তারপর ফার্মের ৬৩ টি মুরগির মৃত্যু হয়েছে।