হাজারের দোরগোড়ায় পৌঁছলো কোভিড আক্রান্তের সংখ্যা

The-number-of-Kovid-victims-reached-the-doorsteps-of-thousands


রিয়া গিরি : গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন কোভিদ আক্রান্তদের সংখ্যা ৯১৯ জন। পুজোর পরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে স্কুল-কলেজ খুলে দেওয়ার জন্য কিন্তু তার মধ্যে কোভিড আক্রান্তদের সংখ্যা বেড়ে চলে আয় কিছুটা অস্থির মুখে পড়তে হচ্ছে অভিবাবকদের। শুধুমাত্র কবিতা আক্রান্তদের সংখ্যা বেড়ে যাচ্ছে না তার সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায়  রাজ্যে করণাতে মৃত্যু হয়েছে ১৪ জনের।


সারা দেশে করোণাতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে  ৪১৬ জনের এবং আক্রান্ত হয়েছেন  ১২৮৮৫ জনের। ইতিমধ্যে চীন দেশে বেশ কয়েকটি জায়গায় পূর্ণ লক ডাউনের ব্যবস্থা করা হয়েছে। এর মাঝে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিলে তা কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে অনেকেই। গত তিনদিনের করণা আক্রান্তের সংখ্যা রাজ্যে ৮,১৫২ জন। সেপ্টেম্বরের শেষে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা কমে গেলেও পুজোর মরশুম শুরু হওয়ার সাথে সাথে করোনা মাথাচাড়া দিচ্ছে।


পশ্চিমবঙ্গের সাধারণত কলকাতা ও বেশ কয়েকটি জেলাগুলিতে করোণা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। পুজোর মরশুম এখনো পর্যন্ত শেষ হয়নি তাই কতটা পরিমাণে সংক্রমণ ছড়াতে পারে তা নিয়েও রয়েছেন বিশেষজ্ঞরা। উত্তর ২৪ পরগনা ছাড়াও পূর্ব পশ্চিম -মেদিনীপুর জেলা, মালদা এবং বেশ কয়েকটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

Post a Comment

Previous Post Next Post