পরিবর্তন হতে চলেছে ATM থেকে টাকা তোলার পদ্ধতি

The-method-of-withdrawing-money-from-ATMs-is-going-to-change


রিয়া গিরি : গ্রাহকদের সুরক্ষার কথা ভেবে ব্যাংকের পক্ষ থেকে পরিবর্তন করা হচ্ছে টাকা তোলার বেশ কিছু নিয়ম। এটিএম লেনদেন আরো সুরক্ষিত করতে নতুন উদ্যোগ নিয়ে এসেছে এসবিআই। যার জন্য এটিএম থেকে টাকা তোলার জন্য লাগবে মোবাইল ফোন।

দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক এসবিআই গ্রাহকদের লেনদেন সুরক্ষিত করতে কয়েকটি নতুন উদ্যোগ নিয়ে এসেছে। যার জন্য সাথে রাখতে হবে একটি মোবাইল ফোন। 10000 টাকা বা তার বেশি তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে বেশ কয়েকটি নিয়ম।

ফের রাজ্য সড়কে পথদুর্ঘটনা, লরির ধাক্কায় ছিটকে মৃত্যু সাইকেল আরোহীর

সেগুলি হল - গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে তাদের নথিভূক্ত মোবাইল নম্বর এবং ডেবিট কার্ডের পিন এ পাঠানো একটি ওটিপি দিয়ে প্রতিবার তাদের এটিএম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি টাকা তোলার অনুমতি পাওয়া।

সিদ্ধান্তটি এস বি আই টুইটার একাউন্ট থেকে জানানো হয়েছে। টুইটে লেখা রয়েছে ,'এসবিআই এটিএম এ লেনদেনের জন্য আমাদের ওটিপি ভিত্তিক টাকা তোলার ব্যবস্থা হল প্রতারকদের বিরুদ্ধে একটি টীকা।

আপনাকে প্রতারণা থেকে রক্ষা করা সর্বদা আমাদের শীর্ষ অগ্রাধিকার হবে। এসবিআই গ্রাহক দের ওটিপি ভিত্তিক টাকা তোলার ব্যবস্থা কিভাবে কাজ করবে সে বিষয়ে সচেতন হওয়া উচিত।'

Post a Comment

Previous Post Next Post