প্রতিনিধি, কলকাতা : দীপাবলির সন্ধ্যায় হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয়। সাথেই সাথেই চিকিৎসকের নজর বন্দি চলে একভাবে। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলার রাজনীতির বর্ষীয়ান নেতা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মৃত্যুতে শোকের ছায়া গোটা রাজনৈতিক মহলে।
মৃত্যু কালে বয়েস হয়েছিল তাঁর ৭৫ বছর। হাসপাতাল সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯.২২ মিনিট নাগাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি৷
বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; সিকিউরিটি গার্ড ও মৃতের পরিবারের মধ্যে হাতাহাতি
সম্প্রতি সুব্রত বাবুর হৃদযন্ত্রের দুটি আর্টারিতে ব্লকেজ ধরা পড়ায় এসএসকেএম-এ অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। পরবর্তীকালে শারীরিক অবস্থার কিছুটা স্থিতিশীল হলে উডবান ওয়ার্ড-এ ভর্তি করা হত। বৃহস্পতিবার রাতে সুব্রত বাবুর অবস্থায় অবনতি হওয়ায় ৮ টা নাগাদ উডবান ওয়ার্ড থেকে ফের কার্ডিয়োলজি বিভাগের আইসিইউ-তে স্থানাস্তরিত করা হয় তাঁকে৷ ব্যার্থ হন চিকিৎসকরা।
সুব্রতবাবুর অবস্থার অবনতির খবর পেয়েই তড়িঘড়ি করে বাড়ির কালীপুজো ছেড়ে দ্রুত এসএসকেম-এ চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অত্যন্ত দুঃখের সাথে মুখ্যমন্ত্রী জানান, "আমরা দীর্ঘদিনের সহকর্মীকে হারালাম৷ আমাদের ছেড়ে চলে গিয়েছে সুব্রতদা ৷"
এই মাসেই বন্ধ হতে চলেছে WhatsApp? সমস্যায় পরতে পারেন আপনিও
সুব্রতবাবুর অবস্থার অবনতির হওয়ায় এসএসকেম এর ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। যাতে শামিল ছিলেন, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, সিসিইউ স্পেশালিস্ট অসীম কুণ্ডু, মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট সোমনাথ কুণ্ডু ৷ এন্ডোক্রিনোলজি স্পেশালিস্ট সুজয় ঘোষ এবং নেফ্রোলজি স্পেশালিস্ট অর্পিতা রায়চৌধুরী। মন্ত্রীর মৃত্যুর পর এসএসকেএম-এর এমএসভিপি পীযূষ রায় বলেন, সুব্রতবাবুর হার্টের সমস্যা ছিল। হৃদযন্ত্রের দুটি আর্টারিতে ব্লকেজ ধরা পড়েছিল তাঁর। সাথে সিওপিডি, সুগার।
বর্তমান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের জন্ম দক্ষিণ ২৪ পরগনার বজবজের সারেঙ্গাবাদে। ৬-এর দশকে অ্যানথ্রোপলজি নিয়ে ভর্তি হন কলকাতার বঙ্গবাসী কলেজে। পরে আর্কিওলজি-তে মাস্টার্স কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীকালে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করেন মিউসিওলজিতে।
২৬ বছর বয়েসে সামলেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব। বর্তমানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।