ঈশিতা সাহা : একের পর এক জয়। বাদ পড়েনি খড়দাহ কেন্দ্রেও। ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী হলেন শোভনদেব চট্টোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর থেকে ইস্তফা দিয়েছিলেন শোভন দেব।
অপরদিকে খড়দাহ কেন্দ্রের জয়ী প্রার্থী কাজল সিনহার অকাল প্রয়াণে এই আসনটি ফাঁকা হয়ে যায়। সেখানেই নতুন প্রার্থী হিসেবে যোগদান করেন শোভন দেব। 'নতুন' প্রার্থীর এই জয় নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা। তিনি বলছেন, স্বপ্ন পুরণ হবে।
দিনহাটায় আসন জয়ে রেকর্ড তৃণমূলের, কটাক্ষের মুখে বিজেপি-নিশীথ
এদিকে খরদায় কেন্দ্রে বিজেপি সমর্থক জয় সাহা সম্পর্কে ক্ষোভ উগরে দিলেন নন্দিতা সিনহা। তিনি মন্তব্য করে বলেন, 'কিছুদিন পরে এসে খড়দহ থেকে পালাবে।'এই কেন্দ্রে তৃণমূলের জয় স্বামীর দেখা স্বপ্নকে পূরণ করবে বলে আশাবাদী স্ত্রী নন্দিতা। এছাড়াও খড়দহের পাশাপাশি গোসাবায় গণনা শেষে ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। তিনি পেয়েছেন মোট ১ লক্ষ ৬১ হাজার ৪৭৪ ভোট।