ভূতচতুর্দশীর দিনে ১৪ শাক খেলেই মিলবে ১৪ পুরুষের আশীর্বাদ

The-blessing-of-14-men-will-be-found-on-the-day-of-Bhutachaturdashi-by-playing-14-vegetables


ঈশিতা সাহা : ধনতেরাসের পরদিনই অর্থাৎ কালীপুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। একে আবার ভারতের নানান প্রান্তে নরক চতুর্দশী, রূপ চতুর্দশীও বলা হয়। তবে এই ভূত চতুর্দশী বলতে ভূত-প্রেত বোঝায় না, বরং ১৪ পূর্বপুরুষদের বোঝায়। এই দিনে ১৪ শাক খাওয়ার ও ১৪ প্রদীপ জ্বালানোর প্রথা ও রয়েছে কিছু নিয়ম আচার।

আরও পড়ুন- ২৭ ঘন্টা পার! এখনো চলছে নদীয়ায় রেল অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রী

পৌরাণিক মতে স্বর্গ, মর্ত্য ও পাতালের অধীশ্বর ছিলেন রাজা বলি। তবে  শিবভক্ত দৈত্য রাজা বলি বিষ্ণুর আরাধনা করতেন না। ফলে বলির পরাক্রমে অতিষ্ট দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। দেবতাদের বলির পরাক্রম থেকে মুক্ত করতে বামন অবতারে তাঁর সামনে উপস্থিত হন বিষ্ণু দেব। বলির কাছ থেকে তিন পদ জমি চেয়ে বসেন বামন বেশে আসা ভগবান বিষ্ণু। বিষ্ণু নিজের এক পা রাখেন স্বর্গে এবং অপর পা রাখেন মর্ত্যের ওপর। তাঁর নাভি থেকে তৃতীয় পা বেরিয়ে এলে, তা রাখার জন্য বলি নিজের মাথা এগিয়ে দেন। এর ফলে ক্রমশ পাতালে প্রবেশ ঘটে দৈত্যরাজ বলির।

আরও পড়ুন- বনগাঁ সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; সিকিউরিটি গার্ড ও মৃতের পরিবারের মধ্যে হাতাহাতি

উল্লেখ্য, রাজা বলি সপ্ত চিরজীবীর মধ্যে একজন। বলির দানবীর স্বভাবে প্রসন্ন হয়ে বিষ্ণু তাঁদের আশীর্বাদ দেন যে, তাঁর ও তাঁর সঙ্গীসাথীরা পৃথিবীতে পুজো পাবে। কথায় আছে,ভূত চতুর্দশীর দিনেই বলি ও তাঁর সঙ্গীরা পুজো নিতে মর্তে আসেন। এদিন আবার অকাল মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যমের প্রদীপ জ্বালিয়ে বাড়ি থেকে বার করা হয়। ১৪ পুরুষের সাথে জড়িয়ে আছে ১৪ জন যমের কথা। তাঁরা হলেন- ধর্মরাজ, মৃত্যু, বৈবস্বত , কাল, যম, উরুম্বুর, দধ্ন, লীন, পরমেষ্ঠি, বৃকোদর, চিত্র, চিত্রগুপ্ত, অন্তক এবং সর্বভূতক্ষয় ।

আরও পড়ুন- সরকারি নির্দেশ ছাড়াই এলাকাবাসীদের ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে টায়ার পুড়িয়ে অবরোধ বিজেপি দল নেতার

শাস্ত্রমতে, কালীপুজোর আগের দিন ১৪ শাক খেলে এবং ভর সন্ধ্যেবেলায় ১৪ প্রদীপ জ্বালালে বাড়ি থেকে দূরাত্মা ও অন্ধকার দূর হয়। আয়ুর্বেদে যে ১৪ শাকের উল্লেখ পাওয়া যায়, তা হল পালং শাক, লাল শাক, শুষনি, পাট শাক, ধনে, পুঁই, কুমড়ো, গিমে, মূলো, কলমি, সরষে, নোটে, মেথি, লাউ বা হিঞ্চে। বলা হয়, এইসব শাক মিশিয়ে একটি পদ রান্না করে খেলেই আপনিওপেতে পারেন ১৪ পুরুষের আশীর্বাদ।

Post a Comment

Previous Post Next Post