প্রতিনিধি : আজ উত্তরাখণ্ড সফরে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেদারনাথের পুজো দিয়েছেন। প্রদর্শন করেছেন গোটা কেদারনাথ। পাশাপাশি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের কেদারনাথ মন্দির প্রাঙ্গণে আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করলেন তিনি। ১২ ফুটের সেই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। এছাড়াও প্রায় ৪০০ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন- ভেঙ্গে পড়লেন দিদি- 'সুব্রত দা'র মৃত্যু আমার কাছে সবথেকে বড় দুর্যোগ
এদিন সকালে প্রধানমন্ত্রী কেদারনাথে আসার আগে মন্দিরের পুরোহিত বাগীশ লিং বলেন, ‘আমরা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাব। প্রধানমন্ত্রী মোদি সকালে এখানে পৌঁছবেন। তিনি মহা রুদ্র অভিষেক করবেন এবং জাতির কল্যাণের জন্য প্রার্থনা করবেন। তিনি আদি শঙ্করাচার্যের মূর্তিও উন্মোচন করবেন। মন্দির চত্বর সুন্দর করে সাজানো হয়েছে।’
আরও পড়ুন- এই মাসেই বন্ধ হতে চলেছে WhatsApp? সমস্যায় পরতে পারেন আপনিও
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেরাদুন বিমানবন্দরে উপস্থিত হন উত্তরাখণ্ডের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে পঞ্চমবার কেদারনাথে এসেছেন নরেন্দ্র মোদী।