সরকারি নির্দেশ ছাড়াই এলাকাবাসীদের ভ্যাকসিন দেওয়ার বিরুদ্ধে টায়ার পুড়িয়ে অবরোধ বিজেপি দল নেতার

The-BJP-leader-blockaded-the-area-by-burning-tires-against-vaccinating-locals-without-government-instructions


ঈশিতা সাহা : নেই কোন সরকারি নির্দেশ, এমনকি বিডিও অফিসকেও না জানিয়ে বাজারের মধ্যে সাধারণ একটি দোকানে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। বিষয়টি জানাজানি হতেই পথ অবরোধে নামে বিজেপি দল নেতারা।

বিনামূল্যে রেশন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, প্রধানমন্ত্রীর দ্বারস্থ রাজ্যের রেশন ডিলারা

ঘটনাটি মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আকাইপুর স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায়। এদিন সকালে বাজারের মধ্যে দিলীপ রায় বলে একজন ব্যক্তির দোকানে (সরকার এন্টারপ্রাইজ) ফোন করে এলাকাবাসীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। ভ্যাকসিন দিচ্ছিলেন এলাকারই এক কোয়াক ডাক্তার। কোনও সরকারি পরোয়ানা ছাড়াই এক হাতুড়ে ডাক্তার কিভাবে ভ্যাকসিন দিচ্ছেন সেই সন্দেহে দোকানে এসে উপস্থিত হন আকাইপুর এলাকার বিরোধী দল নেতার সৌম্য মজুমদার ও সদস্য বিকাশ ঘোষ। 

ধনতেরাসের ঘড়ি দেখে সোনা- রূপো কিনলেই ফিরে যেতে পারে ভাগ্য; জেনে নিন সঠিক সময়

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভ্যাকসিনের নথিপত্র বিষয় জিজ্ঞাসাবাদে ওই দোকানের মালিক দিলীপ রায় জানান, আমাদের কাছে ভ্যাকসিন আছে, আমরা ভ্যাকসিন দেব। দোকানদারের এই মন্তব্যের পরই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি দল নেতারা। এদিন এলাকার প্রধানকে গ্রেফতার করার দাবিতে পথ অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ চলে প্রায় দেড় ঘণ্টা।

ঘটনাস্থলে উপস্থিত হন গোপালনগর থানা পুলিশ। কোথা থেকে এল এই ভ্যাকসিন এবং কার নির্দেশে ওই দোকানদার এই পদক্ষেপ নিয়েছিলেন তা খতিয়ে দেখছে গোপালনগর থানার পুলিশ।

Post a Comment

Previous Post Next Post