প্রয়াত পুনিতের দত্তক নেওয়া ১৮০০ শিশুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে নজর কাড়লেন তামিল অভিনেতা

Tamil-actor-takes-responsibility-for-1800-children-adopted-by-late-Puneet

ঈশিতা সাহা : মাত্র কয়েক দিন হল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কন্নর এবং তেলেগু চলচ্চিত্রজগতের অন্যতম সেরা অভিনেতা পুনীত রাজকুমার। মাত্র ৪৬ বছর বয়সে প্রাণ হারালেন সুপার স্টার পুনিত।

কমছে- পেট্রোলে ৫ টাকা, ডিজেলে ১০ টাকা

এদিকে পুনিথ রাজকুমার ছিলেন হাজার মানুষের ত্রাতা। গরিব-দুঃখী রা সব সময় এই অভিনেতাকে কাছে পেতেন।অনেকেই জীবনধারণের জন্য মুখাপেক্ষী ছিলেন পুনীতের।সিনেমার পর্দাতেও যেরকম ভগবানের মতো আবির্ভাব হত তাঁর বহু মানুষের জীবনেও সেই ভাবেই ভগবান হয়ে উঠেছিলেন পুনীত রাজকুমার। আর এবার পুনীতের ছেড়ে যাওয়া সেই অসমাপ্ত কাজগুলোর‌ই হাল ধরলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা তেলেগু অভিনেতা বিশাল।অভিনেতার কথায়, ''পুনীত আমার প্রকৃত বন্ধু ছিল। যে স্বপ্ন দেখেছিল সেটা এবার আমি পূরণ করব।"

তিনি আরও বলেন , ১,৮০০ জন ছেলেমেয়ে পুনিতের  জন্যে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছিল। আমি নিজের টাকা এবং শক্তি খরচ করে সেই ধারা বজায় রাখব।পুনিত মৃত্যুর পর অসহায় ১৮০০ ছেলে মেয়ের কথা মাথায় রেখে বিশালের এই পদক্ষেপ মন জয় করার মত।



Post a Comment

Previous Post Next Post