"তৃণমূল কর্মীদের হোটেলে রাখা যাবে না" হুমকি বিজেপি কর্মীদের

TMC-workers-cannot-be-kept-in-hotels-threatens-BJP-workers


রিয়া গিরি : ত্রিপুরায় পুরসভার ভোট এগিয়ে আসতে না আসতেই বাংলায় তৃণমূল বিধায়কদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। কখনো তৃণমূল কর্মীদের গাড়িকে লক্ষ্য করে বিক্ষোভ আবার কখনো বা জেলের চক্কর খাটতে হচ্ছে তৃণমূল কর্মীদের। সম্প্রতি বাংলার তৃণমূল বিধায়কের আশ্রয় দেওয়ার জন্য হোটেল মালিকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যার জন্য ত্রিপুরার তৃণমূল নেতৃত্বদের নিন্দার মুখে পড়তে হয়েছে বিজেপিকে।

শবদাহ করতে যাওয়ার পথে ট্রাক উল্টে বাগদায় ১৮ জনের মৃত্যু, আহত একাধিক

ত্রিপুরার তেলিয়ামুড়া এলাকায় বাংলা তৃণমূল বিধায়করা নিজেদের পুরসভার ভোট এর প্রস্তুতির জন্য  স্থানীয় হোটেলে আশ্রয় নিয়েছেন। কিন্তু বিজেপি কর্মীরা স্থানীয় হোটেল মালিকদের তৃণমূল কর্মীদের না রাখার হুমকি দিচ্ছে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের তরফ থেকে।

এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতা ও স্টিয়ারিং কমিটির সদস্য আশীষ লাল সিং। দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে ত্রিপুরা সরকারকে সতর্ক করা হয়েছে। তৃণমূল প্রার্থীদের  যথাযথ নিরাপত্তা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পেন্সিল চুরির অভিযোগ নিয়ে থানায় হাজির ছোট্ট খুদে; দেখুন সেই ভিডিও...

ত্রিপুরার রাজনৈতিক হিংসা নিয়ে তৃণমূলের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ভোটের আগে সমস্ত রাজনৈতিক দলকে নিরাপদে প্রচার করতে দিতে হবে। ত্রিপুরা থেকে প্রতিনিয়তই খবর আসছে তৃণমূলের ভোট কুশলী সংস্থার কর্মীদের ঘরবন্দি করে দেওয়া হচ্ছে আবার কখনো তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ওপর হামলা করা হচ্ছে।

এখন আবার তৃণমূলের প্রচারকদের মাথায় হোটেল মালিক গাড়িচালকদের হুমকি দেওয়া হচ্ছে যাতে তারা তৃণমূলের সমর্থকদের  থাকার জন্য রুম এবং যাতায়াতের জন্য গাড়ি না দেয়। যদিও এই প্রসঙ্গে কুনাল ঘোষ বলেছেন ত্রিপুরার বিজেপি ভয় পাচ্ছেন তাই এমন আচরণ করছেন।

Post a Comment

Previous Post Next Post