মণিপুরের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূল নেত্রী

TMC-leader-strongly-condemned-the-militant-attack-in-Manipur


অম্লিতা দাস : মণিপুরের চূড়াচন্দ্র জেলায় চললো জঙ্গি হামলা। অসম রাইফেলসের কনভয়ে চাললো হামলা। এলাকাটি চিন, মায়ানমার, ভুটান এবং বাংলাদেশ সীমান্তে। এই ঘটনায় শহীদ হয়েছেন কমান্ডার সহ চার জওয়ান। ইতিমধ্যে এই হামলা নিয়ে জল্পনা চলছে দেশ জুড়ে। এই হামলার তীব্র নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

টুইট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মণিপুরে জঘন্য ভাবে আক্রমণ করা হয়েছে অসম রাইফেলসের ৪৬ ব্যাটেলিয়নের ওপর। জানতে পেরেছি আমরা আমাদের পাঁচ সাহসী সৈন্যের প্রাণ হারিয়েছে। সেনার পরিবারের কাছে আমার সমবেদনা। গোটা দেশ বিচারের অপেক্ষায়।

দূষণ বোর্ডের(AQI)হিসাবে পৃথিবীর সর্বাধিক দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী; প্রথম দশে ভারতের আরও দুই

'গোটা দেশ বিচার চাইছে' এই মন্তব্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সোচ্চার হচ্ছেন বলেই মনে করছেন অনেকে। সম্প্রতিই প্রধানমন্ত্রী কাশ্মীরে যান এবং সেখানকার জওয়ানদের সাথে দীপাবলি উদযাপনও করেন। কিন্তু তাতে কিছু ফল হচ্ছে না, এমনকি আমাদের সৈন্যকে প্রাণ দিতে হচ্ছে। তাই সমগ্র দেশ সুবিচারের আশায় বলেও জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post a Comment

Previous Post Next Post