ঈশিতা সাহা : আজ চার কেন্দ্রের বিধানসভা ভোট। ইতিমধ্যেই লক্ষাধিক ভোট পেয়ে গোসাবায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীর সুব্রত মন্ডল। ১২ রাউন্ড শেষে এখনো পর্যন্ত ১ লক্ষ্য ৭ হাজার ৩৬৬ ভোটে এগিয়ে আছে তৃণমূল। পাশাপাশি খরদায়, শান্তিপুর ও দিনহাটায় চার রাউন্ড এর গণনা চলছে। মোট ১৬ টি রাউন্ড হবে। সেখানেও এগিয়ে তৃণমূল। বলা বাহুল্য চার কেন্দ্রেই নিজের হাত শক্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস।
ধনতেরাসে ভুল করেও এই ৭টি কাজ করবেন না, রাগ করবেন মা লক্ষ্মী
এদিকে খরদায় চার রাউন্ডে গননা শেষে ১৮ হাজার ৬৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। পিছে বিজেপি প্রার্থী জয় সাহা। বিধানসভা নির্বাচনে জয়ী প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা বলেন,"খরদায় শোভন দেব চট্টোপাধ্যায় জিতবেন। এটা উন্নয়নের জয়। বিজেপি জয় সাহার ব্যাপারে কিছু বলতে চাই না। ও দাতিয়ে বেরিয়ে খরদা ছেড়ে পালাবে ।" এবারের বিধানসভায় খরদায় বিজেপি কে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।
কালী পূজার আগে বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরি, ঘটনায় ছড়ালো গোটা এলাকায়
অন্যদিকে দিনহাটায় ১১ রাউন্ড শেষে এখনো পর্যন্ত ৯১ হাজার ৬৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বজ্র কিশোর গোস্বামী। শান্তিপুরে চার রাউন্ড শেষে ১২ হাজার ৯৮১ ভোটে এগিয়ে তৃণমূল। ইতিমধ্যে এসব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ের আনন্দে মেতেছেন চার কেন্দ্রের মানুষ।