প্রতিনিধি : বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের বাড়ির সামনে তৃণমূল কর্মীর জুতো ঝাঁটা নিয়ে প্রতিবাদ করার নিন্দা করলেন বিজেপি বিধায়ক। মূলত তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি আলো রানী সরকারকে কুরুচিকর মন্তব্য করার জন্যই তার অনুগামীরা জুতো ঝাঁটা নিয়ে প্রতিবাদে সরব হন।
রাজ্য সরকারের NSBS প্রকল্পে মানুষের পাশে দাঁড়িয়েছে বনগাঁ পৌরসভা
সূত্রের খবর, বনগাঁ জেলার সভাপতি আলো রানী সরকারকে কুরুচিকর মন্তব্য করায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ এনে তার বাড়ির সামনে বিক্ষোভে সরব হন তৃনমূলের কর্মী-সমর্থকরা।
সোমবার ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার পাল্লা বাজারে। দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির সামনে জুতো ঝাঁটা নিয়ে বিক্ষোভ ও কুরুচিকর মন্তব্য করায় বিতর্ক করেছেন বিজেপি বিধায়ক।
ফের মণ্ডপে কোরান রাখতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বাংলাদেশি যুবক
ক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা বিধায়কের বাড়ির সামনে প্রতিবাদে যাওয়ার সময় পুলিশ বাহিনীর সঙ্গে ঠেলাঠেলি হয়। কয়েকজন তৃণমূল কর্মীকে বিধায়কের বাড়ির সামনে জুতো ঝাঁটা ছুড়ে দিতে ও দেখা যায়। বিজেপি বিধায়কের চামড়া গুটিয়ে নেওয়ার মত কুরুচিকর মন্তব্য শোনা যায় বিক্ষোভ মিছিল থেকে।
কিন্তু বিপরীতে তৃণমূলের তরফ থেকে জানানো হয় স্বপন মজুমদার নহাটা বাজার এর একটি সভায় তৃণমূল সভাপতি আলো রানী সরকারের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন তারা।