ত্রিপুরায় জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার তৃণমূলের সায়নী

TMC-Saini-arrested-in-Tripura


ওয়েব ডেস্ক : তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। তৃণমূলের যুব সভানেত্রীকে থানায় তলবে করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার আজকের সম্ভাব্য প্লেয়িং-ইলেভেন, চাহালের ফেরার সম্ভাবনা, অভিষেকের সুযোগ রয়েছে আভেশের

রবিবার সকালেই ত্রিপুরা পুলিশ তৃণমূল নেতা-নেত্রীরা যে হোটেলে ছিলেন, সেখানে হানা দেয়। যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বঙ্গ তৃণমূলের সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বাধা দেন। তিনি নোটিশ দেখাতে বলেন। কোন অভিযোগে তাঁকে থানায় তলব করা হচ্ছে, তা জানতে চান। ত্রিপুরা পুলিশ কোনও নোটিশ দেখাতে পারেনি, তারপর সায়নী ঘোষকে অনুরোধ করা হয় থানায় আসার।

আরও পড়ুন- অনলাইনে গাঁজা বিক্রির অভিযোগ; আইনের জ্বালে Amazon

পুলিশ কোন অভিযোগে সায়নী ঘোষকে থানায় তলব করেছে, তা জানাতে পারেনি। তবু পুলিশের অনুরোধ মেনে সৌজন্যের খাতিরে সায়নী থানায় যান। ত্রিপুরার আগরতলায় মহিলা থানায় সায়নীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর বিকেলে তাঁকে গ্রেফতার দেখানো হয়। কেন তাঁকে তলব করা হয়েছে তা জানতে আগরতলা মহিলা থানায় পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন কুণাল-সায়নীরা। পুলিশ জানিয়েছে সায়নীকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু কেন, তার কোনও উত্তর মেলেনি।

আরও পড়ুন- ফের পাকিস্তানে হিন্দু নির্যাতন, যৌন নির্যাতন করে খুন এক কিশোরকে

তৃণমূল অভিযোগ করছে, সোমবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে। সেই কারণেই সায়নীকে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করে সভা বানচালের চেষ্টা চালাচ্ছে বিজেপি। সায়নীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে নাকি কোনও নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভাস্থলের পাশ দিয়ে যখন যাচ্ছিল সায়নী ঘোষের গাড়ি, তখন বাইরে থেকে কেউ একজন বলেন দিদি খেলা হবে।

আরও পড়ুন- INS Visakhapatnam : সমুদ্রে শত্রুদের কবর খুঁড়তে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিল INS বিশাখাপত্তনম

সায়নী ঘোষের উদ্দেশে তা বলার পর সায়নীও বলেন, খেলা হবে। তারপর সায়নীর গাড়িতে হামলার চেষ্টা হয়। গাড়িতে ধাক্কা দিতে শুরু করেন কর্মী সমর্থকরা। এই ঘটনায় সায়নী বিজেপি কর্মীদের উত্তপ্ত করেছেন বলে অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে তাঁকে শেষপর্যন্ত গ্রেফতার করা হয়। যিনি গাড়ি থেকেই নামলেন না, গাড়িতে বসে শুধু খেলা হবে স্লোগান দিলেন, তাঁকে গ্রেফতার করা হল বিপ্লব দেবের জঙ্গলরাজ ত্রিপুরায়।

Post a Comment

Previous Post Next Post