T20 World Cup 2021 : সেমিফাইনালের রেস থেকে ছিটকে গেল ভারত

T20-World-Cup-2021-India-dropped-out-of-the-semi-final-race


ওয়েব ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের তাদের শেষ সুপার ১২ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানে এই হারের প্রভাব ভারতের চেয়ে বেশি। এই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান এখন সেমিফাইনালে উঠেছে।

এলপিজিতে ভর্তুকি নিয়ে নতুন পরিকল্পনা করেছে সরকার; জেনে নিন এখন কে কত টাকা পাবেন

আফগানিস্তানকে ৮ উইকেটে মাড়িয়েছে নিউজিল্যান্ড। কিন্তু এই হারে টিম ইন্ডিয়ার এবারের বিশ্বকাপ জয়ের স্বপ্নও ভেস্তে গেল। আজকের ম্যাচে আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে পারলেই ভারত সেমিফাইনালে উঠতে পারত। কিন্তু এখন এটা সম্ভব নাও হতে পারে। বি গ্রুপের আগেই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তানের দল। এই জয়ে নিউজিল্যান্ডের ৮ পয়েন্ট এবং তারাও শেষ ৪-এ উঠেছে। পরের ম্যাচে নামিবিয়াকে হারিয়ে ভারত মাত্র 6 পয়েন্ট পেতে সক্ষম হবে এবং এখন সেমিফাইনালে ওঠার পথ বন্ধ হয়ে গেছে।

পুলিশের উদ্যোগে বাড়ি ফিরল মানসিক ভারসাম্যহীন এক যুবক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতীয় ক্রিকেট দলকে ১০ উইকেটে পরাজয় বরণ করতে হয়েছে। শুধু তাই নয়, পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। এর ফলে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার আশা ভেঙে গেল। তবে পরের ম্যাচে আফগানিস্তানকে ৬৬ রানে হারিয়েছে ভারত। এরপর আরও একটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্কটল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।

পন্যবোঝাই ট্রাকে আগুন লেগে ভস্মীভূত কয়েক কোটি টাকার তুলো

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-এ আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে ভারতের সেমিফাইনালে যাওয়ার আশাও শেষ হয়ে যায়। টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে। জবাবে নিউজিল্যান্ডের দল ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে। দলের পক্ষে অধিনায়ক কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে ৫৬ বলে ৬৮ রানের জুটি গড়ে দলকে জেতান। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে কিউই দল। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট পান মুজিবুর রহমান ও রশিদ খান।

Post a Comment

Previous Post Next Post