শেষ যাত্রায় সুব্রত : সমাপ্ত বাংলার রাজনীতির এক অধ্যায়

Subrata-on-the-last-journey-a-chapter-in-the-politics-of-Bengal


কলকাতা, ৫ নভেম্বর : বৃহস্পতিবার রাত ৯টা ২২ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। শুক্রবার সকালে ১০টায় রবীন্দ্রসদনে নিয়ে আসা হয় তাঁর দেহ। ২টো পর্যন্ত সেখানেই শায়িত রাখা হয়েছিল তাঁকে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়।

আরও পড়ুন- সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক মহলের পাশাপাশি শোকস্তব্ধ টলিপাড়াও

তাঁকে শ্রদ্ধা জানাতে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়। এর পর বাড়িতে নিয়ে আসা হয় তাঁর দেহ। সেখান থেকে কেওড়াতলা শ্মশানের উদ্দেশে নিয়ে যাওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। ততক্ষনে সেখানে পৌঁছে গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই গান স্যালুটের মাধ্যমে পূর্ণ মর্যাদায় বিদায় জানানো হয় এই রাজনৈতিক ব্যাক্তিত্বকে।

আরও পড়ুন- গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ একই পরিবারের মৃত্যু ৫ জনের

শেষ যাত্রায় উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্যরা। প্রসঙ্গত, ১৯৭২ সাল থেকে ২০২১ সাল একটা লম্বা রাজনীতির যুগ থেকে সুব্রত মুখোপাধ্যায়ের অবসান হল।শেষ হল এক অধ্যায়। তাঁর মৃত্যু বাংলার রাজনীতির ভয়ংকর ক্ষতি। ইতিমধ্যে শেষ বিদায় জানাতে বাড়ির সামনে উপচে পড়েছে অনুগামীদের ভির।

Post a Comment

Previous Post Next Post