প্রতিনিধি : গতকাল নদীয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৮ জন শ্মশানযাত্রীর মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কৃষ্ণনগরে ৩ জনের পরিবারের হাতে ২ লাখ টাকা করে চেক তুলে দিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।
শব দাহ করতে যাওয়ার পথে ট্রাক উল্টে বাগদায় ১৮ জনের মৃত্যু, আহত একাধিক
মর্মান্তিক এই দুর্ঘটনার পরই দুর্গতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েদেন।
তবে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, নদীয়ার দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Heartbroken to hear about the road accident in Nadia.
— Mamata Banerjee (@MamataOfficial) November 28, 2021
I offer my deepest condolences to the bereaved families and pray for the speedy recovery of those who were injured.
May God give them the strength to get past this difficult time. (1/2)
Extremely pained by the loss of lives due to a road accident in Nadia, West Bengal. My thoughts are with the bereaved families. May the injured recover at the earliest.
— Narendra Modi (@narendramodi) November 28, 2021
পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর ওনাদের এই কঠিন পরিস্থিতিতে সহায় হোন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
— Amit Shah (@AmitShah) November 28, 2021
पश्चिम बंगाल के नदिया जिले में हुई सड़क दुर्घटना अत्यंत दुःखद है। इसमें जान गँवाने वाले लोगों के परिजनों के प्रति अपनी संवेदना व्यक्त करता हूँ। ईश्वर उन्हें यह दुःख सहने की शक्ति दे। घायलों के शीघ्र ही स्वस्थ होने की कामना करता हूँ।
— Amit Shah (@AmitShah) November 28, 2021
"তৃণমূল কর্মীদের হোটেলে রাখা যাবে না" হুমকি বিজেপি কর্মীদের
সুত্রে খবর ওই দুর্ঘটনায় একই পরিবারের প্রায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শ্মশানযাত্রী ছেলেদের দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে বাড়িতেই প্রাণ হারিয়েছেন বাবাও।
মুখ্যমন্ত্রীর পাড়ার ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তারই ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, শিবানী মুহুরি নামে এক বৃদ্ধার মরদেহ সৎকার করতে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে শ্মশানযাত্রীবোঝাই ট্রাক। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। মৃতদের মধ্যে ১ জন শিশু সহ ৭ জন মহিলাও রয়েছে।