নদীয়ার পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লাখ করে সাহায্য রাজ্যের, টুইট করে শোকপ্রকাশ করেছেন মোদী-শাহ

State-donates-Rs-2-lakh-to-Nadia-road-accident-victims-families-Modi-Shah


প্রতিনিধি : গতকাল নদীয়া মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৮ জন শ্মশানযাত্রীর মৃত্যুর ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করছে রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কৃষ্ণনগরে ৩ জনের পরিবারের হাতে ২ লাখ টাকা করে চেক তুলে দিলেন মন্ত্রী  উজ্জ্বল বিশ্বাস।

শব দাহ করতে যাওয়ার পথে ট্রাক উল্টে বাগদায় ১৮ জনের মৃত্যু, আহত একাধিক

মর্মান্তিক এই দুর্ঘটনার পরই দুর্গতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েদেন।

তবে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, নদীয়ার দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

"তৃণমূল কর্মীদের হোটেলে রাখা যাবে না" হুমকি বিজেপি কর্মীদের

সুত্রে খবর ওই দুর্ঘটনায় একই পরিবারের প্রায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শ্মশানযাত্রী ছেলেদের দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে বাড়িতেই প্রাণ হারিয়েছেন বাবাও।

মুখ্যমন্ত্রীর পাড়ার ওয়ার্ডে প্রার্থী হয়েছেন তারই ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, শিবানী মুহুরি নামে এক বৃদ্ধার মরদেহ সৎকার করতে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে শ্মশানযাত্রীবোঝাই ট্রাক। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন। মৃতদের মধ্যে ১ জন শিশু সহ ৭ জন মহিলাও রয়েছে।

Post a Comment

Previous Post Next Post