আধার ফ্রাঞ্চাইজি খুলে শুরু করুন নিজের ব্যবসা, কিভাবে করবেন জানুন বিস্তারিত...

Start-your-own-business-by-opening-Aadhaar-franchise-learn-how-to-do-it-in-detail


ঈশিতা সাহা : বর্তমানে আধার কার্ড হল নাগরিকত্বের গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে অন্যতম। তবে আপনি কি জানেন, আধার কার্ড থেকেই শুরু করতে পারেন নতুন ব্যবসা। অনেকেই অল্টারনেটিভ বিজনেস শুরু করার কথা ভেবে থাকেন। আবার অনেকেই কম টাকা খরচ করে ব্যাবসা করতে চান। সেক্ষেত্রে আধার কার্ড ফ্রানসাইজির ব্যবসা আপনাকে লাভবান করবে।

আরও পড়ুন- শেষ যাত্রায় সুব্রত : সমাপ্ত বাংলার রাজনীতির এক অধ্যায়

আজকাল গ্যাস বুকিং থেকে স্কুল-কলেজে ভর্তি, সব জায়গাতেই দরকার পড়ে আধার কার্ড। অনেক মানুষই আধার কার্ডের নাম- ঠিকানা, মোবাইল নম্বর বদলের জন্য আধার কেন্দ্রের খোঁজ করতে থাকেন। আধার ফ্র্যাঞ্চাইজি হলে এই ধরনের কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। তবে তার জন্যে কিছু পদক্ষেপ আছে আঁধারের ওয়েবসাইট UIDAI- র পক্ষ থেকে।আধার কার্ডের ফ্র্যাঞ্চাইজি হতে গেলে, আপনাকে সবার আগে বসতে হবে UIDAI- র পরীক্ষায়। এতে পাশ করলেই পাওয়া যাবে আধার সেন্টার খোলার লাইসেন্স।সেক্ষেত্রে পরীক্ষায় বসতে গেলে পেমেন্ট করতে হবে। তবে সেই অংক একাবরেই নিম্ন।

আরও পড়ুন- সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনৈতিক মহলের পাশাপাশি শোকস্তব্ধ টলিপাড়াও

UIDAI - র পরীক্ষার জন্য ফর্ম পূরনের পদ্ধতি-

প্রথমে NSEIT – অফিসিয়াল সাইট সার্চ করতে হবে।

এরপর “Creat New User” অপশনে ক্লিক করে শেয়ার কোড এন্ট্রি করতে হবে।

শেয়ার কোড পেতে গেলে https://resident.uidai.gov.in / offline kyc সাইটে গিয়ে অফলাইনে আধার কার্ডের কপি ডাউনলোড করতে হবে।

সেখান থেকেই শেয়ার কোড ডাউনলোড হয়ে যাবে।

আরও পড়ুন- গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা, শিশুসহ একই পরিবারের মৃত্যু ৫ জনের

এরপর পুরো ফর্ম ফিলাপ করতে হবে।

সাবমিট করার পরে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি আসবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জায়গায়।

এবার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইনপুট করে আধার টেস্টিং এবং সার্টিফিকেশন পোর্টালে লগ ইন করতে হবে।

সেখান থেকে নতুন ফর্ম ওপেন হবে।

সেই ফর্ম ফিলাপ করে নিজের ছবি এবং ডিজিটাল সাইন আপলোড করে সাবমিট করতে হবে।

এরপরই পরিক্ষার সম্পর্কে তথ্য দেওয়া থাকবে। পাশ হলেই লাইসেন্স পেয়ে আপনি আঁধারের ওয়েবসাইটে কাজ করতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post