পৃথিবীর চারপাশে তৈরি হতে পারে শনির মত বলয়

Saturn-like-rings-can-be-formed-around-the-earth

রিয়া গিরি : শনি গ্রহটি নিজের বলয়ের জন্য সব গ্রহের থেকে একটু আলাদা  দেখতে লাগে। বলয় আর কিছুই না লক্ষ লক্ষ উপগ্রহ দিয়ে তৈরি একটি গোলাকার রিং। যা শনি গ্রহটির চারপাশে প্রদক্ষিণ করতে থাকে।

পৃথিবীর অবশ্য উপগ্রহ রয়েছে। কিন্তু শনির তুলনায় অনেক কম। পৃথিবীর উপগ্রহ একটি আর সেটি হল চাঁদ। সম্প্রতি মহাকাশে স্যাটেলাইট এ বিজ্ঞানীরা দেখেন মহাকাশের ধ্বংসাবশেষ পৃথিবীর চারপাশে শনির বলয় তৈরি করতে পারে।

বনগাঁর প্রাক্তন চেয়ারম্যানের বিস্ফোরক বক্তব্য'কে 'পাগলের প্রলাপ' বলে আখ্যায়িত বনগাঁ শহর তৃণমূল নেতৃত্বের

গবেষকদের মতে, মহাকাশে ভাসমান ধ্বংসাবশেষের ১৭ মিলিয়নেরও বেশি টুকরো উপগ্রহ তৈরি করে। উপগ্রহের মধ্যে রয়েছে প্রাকৃতিক উল্কাপিণ্ড কৃত্রিম বস্তুর ভাঙা টুকরো এবং নিষ্ক্রিয় উপগ্রহ। বিজ্ঞানীরা জানান শনির মতো পৃথিবীর চারপাশে বলয় তৈরি হলে পৃথিবীর স্যাটেলাইট গুলিতে আঘাত করতে পারে। এবং এর ফলে মহাকাশের বড় সংঘর্ষের আশংকা বাড়বে।



Post a Comment

Previous Post Next Post