রিয়া গিরি : টি ২০ বিশ্বকাপ ম্যাচ পাকিস্তান ও অস্ট্রেলিয়ার খেলার দিন দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন সানিয়া মির্জা। সেই ম্যাচে পাকিস্তানকে সমর্থন করতে গিয়ে দেশদ্রোহী বলে কটাক্ষ শুনতে হলো সোশ্যাল মিডিয়াতে।
এই ৫টি জিনিস দ্বিগুণ করবে দেশি ঘি, খাওয়ার সঠিক উপায় জেনে নিন
এবছরের বিশ্বকাপে ভারত বিদায় নিয়েছে অনেক আগেই। ভারত পাকিস্তানের ম্যাচে হার নিয়ে দেশে ফেরে ভারতের ক্রিকেট দল। যে কারণে ভারতের ফ্যানেরা আগে থেকেই পাকিস্তানের ওপর কিছুটা ক্ষুব্ধ। তারি মাঝে পাকিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচে সানিয়া মির্জাকে পাকিস্তানের হয়ে জোর গলায় সাপোর্ট করতে গিয়ে ভারতীয় ফ্যানেদের কাছে দেশ দ্রোহী তকমা পেতে হলো।
PAN Card : ১৮ বছর বয়সের আগেও প্যান কার্ড করা যায়! জেনে নিন কীভাবে
ঐদিনের ম্যাচের পর থেকেই ভারতের ফ্যানেরা সানিয়া মির্জাকে নানা ভাষায় দেশদ্রোহী বলে কটাক্ষ করেন। কেউ বলেন " এভাবে পাকিস্তানকে সমর্থন করা লজ্জার"। আবার কেউ বলেন" ভারতীয় হওয়ার লজ্জা"। যদিও এই প্রসঙ্গে সানিয়া মির্জা কোন উত্তর দেননি। সানিয়া মির্জা নিজেই একজন খেলোয়াড় যিনি আন্তর্জাতিক স্তরে ভারতের জন্য অনেক পদক এনেছেন। তাই সানিয়ার ফ্যানেরা এই বিষয়টিকে ঠিক ভাবে নিতে পারছেন না।