নতুন ভাইরাস সংক্রমণের আশঙ্কা! মাধ্যমিক -উচ্চমাধ্যমিক মূল্যায়নে কি বিকল্প ব্যবস্থা জানাল পর্ষদ?

Risk-of-new-virus-infection-What-are-the-alternative-measures-for-secondary-higher-secondary-assessment


ঈশিতা সাহা : জীবন সুস্থ হতেই, উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। আবিষ্কার নতুন স্টেন ওমিক্রণ। এনাকি করোণা ভাইরাসকেও হার মানায়। এদিকে ঘোষিত উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার দিনক্ষন। কিন্তু উদ্বিগ্ন পরিস্থিতিতে মূল্যায়নের ভিত্তি কী হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, পর্ষদের মধ্যেও এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা হতে শুরু করেছে। প্রাথমিক ভাবে বিকল্প ভাবনা হিসাবে টেস্টের ফলাফলকে সমাধান হিসেবে ধরা হয়েছে বলে খবর। একান্তই রাজ্যের দুই মেগা পরীক্ষা করানো সম্ভব না হয়, প্ল্যান ' বি'- এর ক্ষেত্রে বিকল্প মূল্যায়ন করা টেস্ট পরিক্ষার মূল্যায়নের ভিত্তিতে।

বদলে যাচ্ছে সিগারেট প্যাকেটের সতর্কীকরণের ছবি

চলতি মাসেই আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের দিনক্ষণ প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ মার্চ থেকে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। পরীক্ষার দিনক্ষণ ঘোষণার দিনই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, “মাধ্যমিক শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে।

চলবে বেলা ৩টে পর্যন্ত। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ুয়ারা পড়বে। পরের তিন ঘণ্টা থাকবে লেখার জন্য। এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৯ হাজার ৯৯১ টি স্কুলের পড়ুয়ারা। আমাদের হোম সেন্টার হবে না। কোভিড বিধি মেনে যতখানি পারব পরীক্ষাকেন্দ্র বাড়াবো।"

ডিসেম্বরেই জেলা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সূত্রে খবর, চলতি সপ্তাহে মাধ্যমিক টেস্ট-এর সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে স্কুলগুলি নিজেদের সুবিধে মত ডিসেম্বর বা জানুয়ারি মাসে টেস্ট নেবে। এক্ষেত্রে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'মাধ্যমিকের টেস্ট হবে। দু'এক দিনের মধ্যে আমরা স্কুলগুলিকে সূচি জানিয়ে দেব।' টেস্টের প্রশ্ন ছাপানো, খাতা দেখা এবং প্রত্যেক পড়ুয়ার খাতা সযত্নে গুছিয়ে রাখার দায়িত্ব স্কুলের।

কোভিডের কারণে মাধ্যমিক না হলে মূল্যায়ণে টেস্টের নম্বর উল্লেখযোগ্য ভূমিকা নেবে। তখন কোনও গরমিল দেখলে টেস্টের উত্তরপত্র চেয়ে পাঠাবে পর্ষদ। সংসদ থেকে উচ্চমাধ্যমিক প্র্যাকটিক্যালের কোনও প্রশ্ন স্কুলে যাচ্ছে না। কোভিড বিধি মেনে পরীক্ষা নেওয়া ও নম্বর দেওয়ার দায়িত্ব স্কুলের। মূল্যায়নের পর স্কুলগুলি নম্বর পাঠাবে সংসদে।

বদলে যাচ্ছে সিগারেট প্যাকেটের সতর্কীকরণের ছবি

সংসদের এক আধিকারিক জানিয়েছেন, 'টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে তা আমরা চাপিয়ে দেব না। স্কুল কর্তৃপক্ষ সুবিধে মত টেস্ট পরীক্ষা নেবে।' অবশ্যই ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যায়নের সামান্য ছোয়া হলেও রাখতে চাই এবার শিক্ষা দফতর। তবে কোভিদ বিধি মেনে সমস্ত রকমের প্রটোকল কে নজরে রেখেই আগামী দিনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ।

Post a Comment

Previous Post Next Post