মিড ডে মিল প্রকল্পের বদল, মেপে দেওয়া হবে খাবারের খরচ : কেন্দ্র সরকার

Replacement-of-Mid-Day-Meal-project-cost-of-food-will-be-measured-Central-Government


ঈশিতা সাহা: স্কুলে পড়ুয়াদের এখন থেকে খাবারের খরচ মেপে দেবে কেন্দ্র। এককথায় খরচ বাবদ হিসাবে নজরদাড়ি শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে বদল আনা হচ্ছে মিড ডে মিল প্রকল্পে।

শিক্ষা দফতরের ব্যাখ্যা, একটি জ়িরো ব্যালান্স অ্যাকাউন্ট খোলা হবে এ বার মিড-ডে-মিলের জন্য। তাতে কেন্দ্র ৬০% এবং রাজ্য দেবে ৪০% টাকা দেবে। যদি দেখা যায় বছরের শেষে, কেন্দ্রের বরাদ্দের টাকা অবশিষ্ট আছে, তা হলে পরের কিস্তিতে সেই মোট বরাদ্দ থেকে অবশিষ্ট টাকা বাদ দিয়ে বাকি টাকা পাঠাবে কেন্দ্র।

স্ত্রীর অদল-বদলের সিদ্ধান্তে অনড় স্বামী, স্বামীকে খুন করে থানায় হাজির স্ত্রী

রাজ্য ছাড়াও জেলা, ব্লক ও স্কুল স্তরে এই তহবিল কার্যকর হবে। রাজ্য থেকে জেলা স্তর হয়ে আসা টাকা স্কুলের চাহিদামতো পাওয়া যাবে ব্লক থেকে। অব্যবহৃত অর্থ স্কুল, ব্লক, জেলা হয়ে ফিরে যাবে রাজ্য স্তরের মূল তহবিলে। সব জেলা প্রশাসনকে জ়িরো ব্যালান্স অ্যাকাউন্টের বিষয়টি জানিয়েছে রাজ্য। প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের কাজ দ্রুত করার নির্দেশও দিয়েছে।

প্রশাসনিক সূত্র জানাচ্ছে, এই প্রকল্পে চাল বাবদ বরাদ্দের ১০০% কেন্দ্রের। রান্নার অন্যান্য সামগ্রী খাতে বরাদ্দে কেন্দ্রের ভাগ ৬০%, রাজ্যের ৪০%। রাঁধুনি এবং তাঁর সহযোগীদের খরচ বাবদ কেন্দ্র ৬০০ টাকা দিলে রাজ্যকে দিতে হয় ৯০০ টাকা। রান্নার বাসনপত্রে কেন্দ্রের ভাগ ৬০%, রাজ্যের ৪০%। স্কুলে বাগান করে প্রকল্পের জন্য আনাজ ফলানোর ৬০% খরচ দেয় কেন্দ্র, রাজ্য দেয় ৪০%।

Srabanti Chatterjee : বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নয়া গন্তব্য কি জোড়াফুল? জল্পনা তুঙ্গে

শিক্ষা দফতরের এক কর্তা জানিয়েছেন ,"টাকা দিচ্ছে, তাই এতে কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করছে কেন্দ্র। রাজ্য সরকার যাতে তাদের অংশের টাকা ঠিকমতো দেয়, সেই চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ।"

Post a Comment

Previous Post Next Post