খাদ্য দপ্তরে প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

Recruitment-of-a-large-number-of-data-entry-operators-in-the-food-departments-in-the-two districts of the-state-find-out-the-application-procedure


ঈশিতা সাহা : পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায় নিয়োগ চলছে প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রি অপারেটর পদে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে জারি হয়ে গিয়েছে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি।

ইচ্ছুক কর্মীরা অবশ্যই জেনে নিন আবেদনের পদ্ধতি-

পশ্চিম মেদিনীপুরে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাটা এন্ট্রি পদে মোট শূন্যপদ রয়েছে ৩২। আপাতত ৬ মাসের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে একাধিক SDO দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন- হাজারের দোরগোড়ায় পৌঁছলো কোভিড আক্রান্তের সংখ্যা

যে কোন শাখায় স্নাতক পাস করা আবশ্যক। আবেদনের বয়স সীমা ৪০ বছরের মধ্যে। পাশাপাশি যোগ্য প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার দক্ষতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://purbabardhaman.nic.in/

নথিপত্র সম্পর্কে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে যোগাযোগ করুন। আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। পশ্চিম মেদিনীপুর জেলায় যে নিয়োগ করা হবে সরাসরি অনলাইনে আবেদনের মাধ্যমে।অনলাইনে আবেদন করার জন্য এই https://www.paschimmedinipur.gov.in/ ওয়েবসাইটে যোগাযোগ করুন। উভয় জেলাতেই আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২১।

Post a Comment

Previous Post Next Post