SSC- তে কর্মী নিয়োগের বেনিয়ম! ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টে

The-Calcutta-High-Court-has-ordered-to-stop-the-salaries-of-25-people


 ঈশিতা সাহা: বুধবার সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের(SSC) গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে মামলা ছিল হাইকোর্টে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে কিছু ভুয়ো লোক যাদের নিয়োগ করা হয়নি, তারা চাকরি করছে এবং বেতনও পাচ্ছে। এই নিয়ে এসএসসি সচীবকে তীব্র ভৎসনা কলকাতা হাইকোর্টের বিচারপতির। অবিলম্বে ২৫ জন ভুয়ো চাকরিজীবী বেতন বন্ধের নির্দেশ।

স্কুল সার্ভিস কমিশনকে বৃহস্পতিবার হাইকোর্টে হলফনামা জমারও নির্দেশ দিয়েছেন বিচারপতির বেঞ্চ। এদিন এসএসসি সচিব হাই কোর্টে হাজির হন। এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পরে ওই ২৫ জন চাকরি পান। কীভাবে চাকরি পেলেন তাঁরা, সে সংক্রান্ত প্রশ্ন করে হাই কোর্ট। নিয়োগ সংক্রান্ত নথিপত্র চাওয়া হয়। তবে উপযুক্ত নথিপত্র পেশ করা সম্ভব হয়নি। সে কারণে এসএসসি সচিবকে তীব্র ভর্ত্‍সনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি।বৃহস্পতিবার ফের দুপুর ২টোয় এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি ২০১৬ সালে গ্রুপ ডি কর্মী হিসাবে প্রায় ১৩ হাজার কর্মী নিয়োগের জন্য সুপারিশ করেছিল রাজ্য। সেইমতো পরীক্ষাও ইন্টারভিউ নেয় এসএসসি। তারপর তৈরি হয় প্যানেল। ২০১৯ সালে ওই প্যানেলের মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বেআইনিভাবে প্রচুর নিয়োগ করেছে এসএসসি। ২৫ জনকে নিয়মবহির্ভুত নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য তুলে ধরে মামলা করা হয় হাইকোর্টে।

এরপরই ওই ২৫ জনের নিয়োগের সুপারিশের প্রমাণ সহ কমিশনের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Post a Comment

Previous Post Next Post