ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে প্লাস্টিক কারখানা; দক্ষিণদাঁড়িতে

Plastic-factory-glows-in-horrific-fire-In-the-south


ঈশিতা সাহা : আজ ভোরে লেকটাউন ১৭ নম্বর দক্ষিণদাড়িতে একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লেগে ঝলসে যায় কারখানা।শুক্রবার সকালে প্লাস্টিকের কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা। নিমেষে বাড়তে থাকে আগুনের দাপট। তৎক্ষণাৎ দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকলের ৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। প্রায় ৪ -৫ ঘন্টা চেষ্টা চালানোর পর কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে অগ্নিকাণ্ড।

গত ২৪ ঘন্টায় রাজ্যে করোণা আক্রান্ত ৮৫৪ জন, উদ্বেগজনক অবস্থা কলকাতায়

শুক্রবার সকাল ১০টা নাগাদ ১৭ নম্বর দক্ষিণদাড়িতে একটি প্লাস্টিক প্রিন্টিং কারখানায় আগুন লাগে। নিমেষের মধ্যে তীব্র গতিতে ছড়িয়ে পড়তে থাকে আগুন।দমকলবাহিনীর অফিসারের দাবি কারখানার মধ্যে কোনো রকম অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। পাশাপাশি প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ মজুদ থাকার কারণেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি জায়গা হওয়ায় আগুন নেভাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে দমকলের দাবি।

ফের করোনার হানা চীনে, বন্ধ শপিং মল

তবে কি করে কোথা থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি, বেআইনিভাবে চলছিলো এতদিন ধরে ওই কারখানা। একাধিকবার ওয়ার্ড কো-অর্ডিনেটরকে অভিযোগ জানানো হয়েছে। তবুও বন্ধ হয়নি কারখানার কাজ।

Post a Comment

Previous Post Next Post