লক্ষীর ভান্ডারে নাম লেখাতে পারবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা

People-of-the-third-sex-can-write-their-names-in-Lakshis-store


রিয়া গিরি : লক্ষীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকে ভালই সাড়া মিলেছে রাজ্যে। এবার এই সুবিধা তৃতীয় লিঙ্গের জন্য করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

রাজ্য সরকারের দুয়ারে শিবিরে ভান্ডারীর সুবিধা পেতে আবেদন করেছিল বহরমপুরের ইন্দ্রপ্রস্থের এক তৃতীয় লিঙ্গের প্রতিনিধি অরুনাভ নাথ।  অন্যান্য মহিলাদের সঙ্গে তিনিও প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। সময় পরে অরুণাভ র মোবাইলে লক্ষীর ভান্ডার প্রকল্পের আইডি নম্বর চলে এসেছে। বিষয়টিতে খুশি হয়েছে  অরুনাভ  সহ জেলার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা।

নানান সুবিধা ও প্রযুক্তি ব্যবহার করে তৈরি হচ্ছে ৭ লাখ টাকার অদ্ভুত টয়লেট!

লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল অরুণাভ। যা কখনো পাবে বলে ভাবতেও পারেনি। অরুণাভ অজানায় আবেদন করার সময় স্ত্রী বা কন্যা ছাড়া অন্য কোন অপশন না থাকায় তিনি ভেবে পাচ্ছিলেন না কোথায় ঠিক মারবেন। তাই লিঙ্গের জায়গা ফাঁকা রেখে এই আবেদন করেছিলেন। অরুণাভর বিষয়টি জানতে পেরে খুশি হয়েছেন অরুনাভ সহ মুর্শিদাবাদ জেলার তৃতীয় লিঙ্গের মানুষরা। তারা সকলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে চলেছেন।

Post a Comment

Previous Post Next Post