উত্তরপাড়ায় জেনারেল হাসপাতালের বাইরে নর্দমার পড়ে রোগী!

Patient-after-the-sewer-outside-the-general-hospital-in-Uttarpara


ঈশিতা সাহা : বুধবার রাতে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের নর্দমা থেকে উদ্ধার করা হল এক চিকিৎসাধীন রোগীকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে।পড়ে থাকা ওই রোগীর অভিযোগ, তাঁকে হাসপাতাল থেকে ফেলে দেওয়া হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন- মিড ডে মিল প্রকল্পের বদল, মেপে দেওয়া হবে খাবারের খরচ : কেন্দ্র সরকার

ঘটনাটি বুধবার রাতে ১১ টা নাগাদ। বালির নিমতলার এলাকার বাসিন্দা প্রশান্ত মণ্ডল নামে এক যুবক উত্তরপাড়ার ওই হাসপাতালে ঢুকতে গিয়ে দেখেন এক জন নর্দমার পাশে পড়ে রয়েছেন। এবং ' বাঁচাও বাঁচাও' বলে চিৎকার করছেন। সামনে গিয়ে দেখেন যে, বছর পঞ্চান্নর এক রোগীর হাতে স্যালাইনের চ্যানেল, তিনি নর্দমায় পড়ে আছেন, ওঠার জন্য সাহায্য চাইছেন। সঙ্গে সঙ্গে ওই যুবকরা হাসপাতালের নজরে আনেন বিষয়টি। জানা যায়, যদু দাস নামে ওই রোগী উত্তরপাড়ারই মাতলার বাসিন্দা। পেটের সমস্যা নিয়ে তিনি ভরতি হয়েছিলেন হাসপাতালে।

আরও পড়ুন- ৬ বছরের বিবাহ সম্পর্কে ইতি টানলেন টলিউডের বিখ্যাত গায়ক অনুপম রায়

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই রোগীকে কেউ ফেলে দেয়নি। তবে তিনি কী করে হাসপাতালের বাইরে গেলেন এবং নর্দমায় গিয়ে পড়লেন তা খতিয়ে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা সূত্র জানা যায়, যোদু দাস নামে ওই ব্যক্তি পেটে ব্যথা নিয়ে মাঝেমধ্যেই উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি হতেন।

আরও পড়ুন- সরকারের জোর নয়, পড়ুয়াদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেবেন অভিভাবকরাই: শিক্ষামন্ত্রী

তিনি ওয়ার্ড থেকে মাঝেমধ্যে লুকিয়ে বেরিয়ে নেশা করতেন, খানিকটা অপ্রকৃতিস্থ ছিলেন। প্রাথমিক অনুমান, এবারও তিনি সেই কারণেই ওয়ার্ড থেকে বেরিয়েছিলেন। তবে উদ্ধারের পর ওই ব্যক্তির দাবি, তিনি মোটেই নেশা করতেন না। হাসপাতালে ভরতি হয়েছেন সুস্থ হতে, কোনও নেশা করেননি।

Post a Comment

Previous Post Next Post