সরকারের জোর নয়, পড়ুয়াদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেবেন অভিভাবকরাই: শিক্ষামন্ত্রী

Parents-will-decide-to-send-students-to-school-not-government-Education-Minister


ঈশিতা সাহা : আগামী মঙ্গলবার থেকেই খুলছে স্কুল। পঠন-পাঠন শুরু হবে সমস্ত কোভিড বিধি মেনেই। তবে পড়ুয়াদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেবেন অভিভাবকরাই, সে ক্ষেত্রে কোন রকম জোর করবে না সরকার। জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Srabanti Chatterjee : বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নয়া গন্তব্য কি জোড়াফুল? জল্পনা তুঙ্গে

২৯ শে অক্টবর রাজ্যের স্কুল খোলার সিদ্ধান্ত এবার বহাল রাখল হাইকোর্ট। বিধিনিষেধ মেনেই ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল ও কলেজ। এক্ষেত্রে কোনো ছাত্র-ছাত্রী ও  শিক্ষক-শিক্ষিকা সরাসরি প্রবাহিত বলে মনে হলে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন বলে ঘোষণা হাইকোর্টের। পাশাপাশি স্কুলে ঢোকার সময় ধাক্কাধাক্কি এড়াতে স্কুলের সময় কিছুটা বাড়ানো হয়েছে। স্কুল টাইমে ১০ মিনিট করোণা নিয়ে সচেতনতা প্রচার চালানো হবে।

স্ত্রীর অদল-বদলের সিদ্ধান্তে অনড় স্বামী, স্বামীকে খুন করে থানায় হাজির স্ত্রী

স্কুল খোলা নিয়ে রাজ্যের এ সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রী বলেন,' আমরা নিয়মিত কোভিড বিধি মেনেই অর্থাৎ স্কুল স্যানিটাইজ করা, টিফিনের সময় আল্লাহ যা ভাগ করে দেওয়ার ব্যবস্থা করেছি। এরপর যদি কোন অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে না চান তবে সরকার কোন জোর করবে না।'

Post a Comment

Previous Post Next Post