রিয়া গিরি : প্রায় দু'বছর পর বিদ্যালয়ের গেট খুলেছে ছাত্র-ছাত্রীদের জন্য। কিন্তু ক্লাসে ঘর গুলি বসে পড়ার অযোগ্য হওয়ায় ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা সহ গ্রামের অন্যান্য বাসিন্দারা স্কুলের মাঠে বসে বিক্ষোভ দেখায়।
ভোটের পূর্বে উত্তরপ্রদেশে বড় চমক! ৩৪০ কিমি লম্বা এক্সপ্রেসওয়ে উদ্বোধন মোদির
ঘটনাটি ঘটেছে টিকাশি উত্তর কলমদান বাশুলী বিদ্যায়তনের। দীর্ঘ দুই বছর পর ছাত্রছাত্রীরা স্কুলে এসে স্কুলের অবস্থা করুন। ছাত্র-ছাত্রীদের অভিযোগ স্কুলের ক্লাস গুলির অবস্থান ভগ্নপ্রায়। মাথার ছাদ নেই ভাঙ্গা টিনের ছাউনির নিচে ক্লাস করতে হয়। আবার কখনও কখনও মাঠে বসে ক্লাস করতে হয় ছাত্র-ছাত্রীদের। বৃষ্টি হলে ক্লাস খুলিতে বসে পড়ার অবস্থা থাকে না।
IND-NZ সিরিজে ঘটবে ঐতিহাসিক পরিবর্তন, ৬৯ বছরে এই প্রথম দেখা মিলবে এমন দৃশ্য
অভিভাবকসহ গ্রামবাসীদের অভিযোগ বিগত ৭ বছর ধরে এভাবেই স্কুল চলছে। স্কুল বাড়ি সংস্কারের জন্য জেলা শিক্ষা দপ্তর কে বহুবার জানানো হয়েছে তবুও কোন সুরাহা মিলেনি। প্রায় দু বছর স্কুল বন্ধ থাকলেও স্কুলের অবস্থা ঠিক আগের মতোই থেকে গেছে। সেই অভিযোগ নিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরি ১ নম্বর ব্লকের উত্তর কলমদান বিদ্যায়তনের স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা সহ গ্রামবাসীরা বিক্ষোভ করে।