পেট্রোল-ডিজেলের VAT এখনো পর্যন্ত কমাননি বিরোধী শাসিত রাজ্য, চাপ সৃষ্টি মোদির

Opposition-ruled-states-have-not-yet-reduced-VAT-on-petrol-and-diesel-putting-pressure-on-Modi


রিয়া গিরি : পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি দীর্ঘদিন ধরে সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিরোধীরা এ নিয়ে অনেক প্রতিবাদও করে। কিন্তু সময় বুঝে পেট্রোলের দাম কিছুটা কমিয়েছে কেন্দ্র। বর্তমানে শক্ত হয়ে বিরোধী শূন্য রাজ্য গুলি এখনো পর্যন্ত পেট্রোল-ডিজেলের  VAT মূল্য কমাতে অস্বীকার করে চলেছে। এখন চাপ সৃষ্টি করতে পারে কেন্দ্র।

দূষণ বোর্ডের(AQI)হিসাবে পৃথিবীর সর্বাধিক দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী; প্রথম দশে ভারতের আরও দুই

দীর্ঘদিন ধরে বিরোধীদের থেকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ শুনে আসছে বিজেপি শাসিত সরকার। কিন্তু ভোটের আগে কৌশল বুঝে বিরোধীদের প্যাঁচে ফেলছে বিজেপি। কিন্তু পেট্রোল ডিজেলের ভ্যাট মূল্য কমিয়ে নিলেও বিরোধী রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সহযোগিতার দেখা মেলেনি।

মণিপুরের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন তৃণমূল নেত্রী

বাংলা, ছত্রিশগড়, ওড়িশা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র সহ  ১১ টি রাজ্য এখনো পর্যন্ত পেট্রোল ডিজেলের ভ্যাট মূল্য কমায়নি। আর সেজন্যই বিরোধী শাসিত রাজ্য গুলির উপর চাপ সৃষ্টি করতে পারে কেন্দ্র সরকার। কেন্দ্রের তরফ থেকে ঘোষণার পরই ২৫ টি রাজ্য ব্যাটের মূল্য বৃদ্ধি করেছে, কিন্তু ১১ টি রাজ্য ভ্যাট নিয়ে মুখ খুলতে নারাজ। চাপ সৃষ্টি করতেই  কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলার বিরুদ্ধে সাফ নির্দেশিকা দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post