প্রতিনিধি : বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজেই তিনি টুইট করে জানান সে কথা।
চলতি বছরে নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। বেহালা পশ্চিম কেন্দ্রের তৃনমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হতেই গেরুয়া শিবির থেকে বাড়তে থাকে দূরত্ব। তবে এখানেই শেষ নয়। হারের পর অনেক ‘অসম্মান’ জোটে তাঁর। অবশেষে বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে বিজেপি ছাড়ার কথা বলেন শ্রাবন্তী।
নেশার জন্য টাকা না দেওয়ায় মাকে খুন ছেলের
শ্রাবন্তী তাঁর টুইটে দল ছাড়ার প্রসঙ্গে লেখেন, 'যে দলের হয়ে আমি গত রাজ্য নির্বাচনে লড়েছিলাম, সেই দল অর্থাৎ বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। কারণ, বাংলাকে এগিয়ে নিয়ে যেতে তাদের উদ্যোগ ও আন্তরিকতার অভাবের রয়েছে...’
প্রসঙ্গত, গত সোমবার শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে। তবে উপস্থিত ছিলেন না তিনি। সেখানেই জল্পনা ছড়িয়েছিল শ্রাবন্তীর বিজেপি ছাড়া নিয়ে। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শ্রাবন্তী।নির্বাচনের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে বিজেপি নেতৃত্বের সাথে। দলীয় কর্মসূচিতেও তাঁকে দেখা যেত না। বৃহস্পতিবার সকালে বিজেপি ছাড়ার ঘোষণা করায় নতুন জল্পনা শুরু হয়েছে। এবার কী তাহলে জোড়াফুল?