জয়দ্বীপ মৈত্র : রাজ্যস্তরে হওয়া কিকবক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ১২ জন অংশগ্রহণ করতে চলেছে। রাজ্যস্তরে হওয়া কিকবক্সিং প্রতিযোগিতায় বেশিরভাগ প্রতিযোগীর সংখ্যায় প্রথম দিনাজপুরের।
চোর সন্দেহে আটক যুবক; তদন্তে প্রশাসন
আগামী চলতি মাসের ১৩ ও ১৪ তারিখে উত্তরবঙ্গের সিলিগুরি অ্যাড্রেস ইন্টারন্যাশনাল স্কুলে রাজ্য স্তরের দু'দিনব্যাপী কিকবক্সিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে রাজ্যের বিভিন্ন স্তরে থেকে আসা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যার মধ্যে দক্ষিণ দিনাজপুরের হয়ে প্রতিযোগীর সংখ্যা অংকে অনেকটাই বেশি। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থানার অন্তর্গত ওই প্রতিযোগীদের তালিকায় রয়েছে জয় কাটোয়া, হিমেশ রায় আকাশ সরকার, নিতাই সোরেন, দেবস্মিতা পাল গিরি, জুই বালা রায়, সেন সরকার, দেব দাস, কনক রায় ,শুভঙ্কর রায় কেয়া রাজবংশী, শায়ক ব্যানার্জি।
এই কিকবক্সিং প্রতিযোগিতার জন্য প্রশিক্ষক ছিলেন নানক রায়। তিনি জানিয়েছেন ওই ১২ জন কিকবক্সিং প্রতিযোগী যারা পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে তারা রাজ্যস্তরে ৪০০ জন প্রতিযোগীর সাথে লড়বে। এই কিকবক্সিং প্রতিযোগিরা দক্ষিণ দিনাজপুর জেলার স্বর্ণ মুকুট এর নতুন পালক সংযোজন করবে তা বলাই বাহুল্য। পাশাপাশি জেলা সদর থেকে নানা বয়সের ওজনের অনুপাত এর অনেক প্রতিযোগী অংশ গ্রহণ করবে।
Corona Update : দৈনিক সংক্রমণ কমলেও, বাড়ছে মৃতের সংখ্যা
দক্ষিণ দিনাজপুরের কিকবক্সিং অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারিসহ প্রশিক্ষক নানক রায় নিজে একজন পেশায় 'মার্শালাট ট্রেইনার'। তিনি নিজেই কিক বক্সিং ক্যারাটে পারদর্শী। নানক রায়ের বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত নয়া বাজার এলাকায়। যিনি এই ১২ জন প্রতিযোগীদের রাজ্যস্তরে খেলার উপযোগী করে তুলেছেন।