ওয়েব ডেস্ক : ভুল কারণে খবরে উঠল OnePlus Nord 2। বোমার মতো বিস্ফোরিত হল OnePlus Nord 2। ঘটনাটি ঘটেছে ভারতের ধুলেতে সুহিত শর্মা নামে এক ব্যক্তির সাথে। তিনি টুইটারে ছবি শেয়ার করে জানিয়েছেন, তার ডান পকেটে রাখা OnePlus Nord 2 ফোনটি হঠাৎই বিস্ফোরণ হয়। এরপর টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন সুহিত শর্মা নামের ওই ব্যক্তি।
আরও পড়ুন- দিদির স্লোগান"ভাতা, ভর্তুকি ও ভিক্ষে " রাজপথে দাঁড়িয়ে কটাক্ষ শুভেন্দুর
চারটি ছবি শেয়ার করে সুহিত শর্মা লিখেছেন, 'ওয়ানপ্লাস আপনার কাছ থেকে এটা আশা করেনি। দেখুন আপনার পণ্য কি করেছে. ফলাফলের জন্য প্রস্তুত থাকুন. মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করুন। এই ছেলেটা তোমার জন্য কষ্ট পাচ্ছে... যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন।'
@OnePlus_IN Never expected this from you #OnePlusNord2Blast see what your product have done. Please be prepared for the consequences. Stop playing with peoples life. Because of you that boy is suffering contact asap. pic.twitter.com/5Wi9YCbnj8
— Suhit Sharma (@suhitrulz) November 3, 2021
ব্যবহারকারী ফোনের পিছনের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন, যেখানে মনে হচ্ছে ফোনটি নীচে বাম দিক থেকে পুড়ে গেছে। ফোনটি একটি স্বচ্ছ টিপিইউ কেসে রাখাছিল এবং এটি নিচ থেকে ছিঁড়ে গেছে বলে মনে হচ্ছে। দুর্ভাগ্যবশত, ডিভাইসের মালিকের ডান উরুতে বড় পোড়া চিহ্ন রয়েছে। আসলে ফোনের মালিকের গায়ের চামড়া পুড়ে গেছে।
আরও পড়ুন- "আমার এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে" পদ্মশ্রী সম্মান পেয়ে বার্তা কঙ্গনার
ওই ঘটনার পরপরই OnePlus কতৃপক্ষ জানিয়েছেন, "আমরা এই ধরনের ঘটনাগুলিকে গুরুত্ব সহকারে নিই। আমাদের দল ব্যবহারকারীর কাছে পৌঁছেছে এবং আমরা আরও তদন্ত করার জন্য বিশদ সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে আছি।" তবে ফোন বিস্ফোরণের কারণ জানা যায়নি।